logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ ৭ আশ্বিন ১৪২৭

  যাযাদি ডেস্ক   ২৩ মে ২০২০, ০০:০০  

ভারতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে ফের রেকর্ড

ভারতে ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ছয় হাজার ৮৮ জনের দেহে করোনাভাইরাসের রেকর্ড উপস্থিতি শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। দেশটিতে এর আগে একদিনে এত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। সংবাদসূত্র :এনডিটিভি, এবিপি

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত আরও ১৪৮ জনের মৃতু্যর খবরও নিশ্চিত করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ এ মৃতু্য তিন হাজার ৬০০ ছাড়িয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ভারতে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ১৮ হাজার ছাড়িয়ে গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে ৪৮ হাজার ৫৩৪ জন এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তাদের হিসাবে আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার বেড়ে ৪০ দশমিক ৯৭ শতাংশে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকালেও এ হার ছিল ৪০ দশমিক ৩১ শতাংশ।

সংক্রমণ মোকাবিলায় দেওয়া বিধিনিষেধ শিথিল করার পর থেকে দেশটিতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

দেশটির মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে।

আর সংক্রমণের অন্যতম এই 'হটস্পটে' মৃতের সংখ্যাও প্রায় এক হাজার ৫০০।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে