অবৈধ অভিবাসীদের
নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার বাইডেনের
ম যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ১ কোটি ১০ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেবেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে বিল পাসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
সম্প্রতি মার্কিন টেলিভিশন এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন বাইডেন। ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যেই এ কার্যক্রম শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি। বাইডেন বলেন, 'শিশুকালে বাবা-মার হাত ধরে বেআইনি পথে যুক্তরাষ্ট্রে আসার পর এখনো অনেকেই বৈধ হতে পারেননি। অথচ তারা এই দেশের আলো-বাতাসে বড় হয়েছেন, শিক্ষালাভ করেছেন।'
এমন ৮ লক্ষাধিক তরুণ অভিবাসীর জন্য ওবামা প্রশাসন যে কর্মসূচি (ড্যাকা) শুরু করেছিল তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। যাদের বয়স ৩০ বছরের নিচে তারাও 'গ্রিন কার্ড' পাবেন বলে উলেস্নখ করেন বাইডেন। ড্যাকা প্রোগ্রাম বাতিলের নির্বাহী আদেশ জারি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সুপ্রিম কোর্ট সেই আদেশ স্থগিত করেছে। এর আগে অবৈধভাবে বসবাসরত অভিবাসী ইসু্যতে প্রেসিডেন্ট ওবামাও একই অঙ্গীকার করে ইউএস সিনেটে একটি বিল উত্থাপন করেছিলেন। কিন্তু রিপাবলিকানদের চরম অসহযোগিতায় তা পাস হয়নি।
২০০৮ সালে বিদায়ের প্রাক্কালে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশ একটি আদেশ দিয়েছিলেন। এর মাধ্যমে ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আসার পর যারা অবৈধ অভিবাসীতে পরিণত হন, তাদেরকে নানা প্রক্রিয়ায় 'গ্রিন কার্ড' ইসু্য করা হয়েছে। তবে যারা বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, তারা কোনো সুযোগই পাননি। জো বাইডেনের অঙ্গীকার অনুযায়ী হয়তো ১ কোটি ১০ লাখ অভিবাসীর ভাগ্য প্রসন্ন হবে। তবে এজন্য দরকার হবে প্রতিনিধি পরিষদের মতো সিনেটেও
ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা।
সংবদাসূত্র : এনবিসি নিউজ
চাঁদের পিঠে
চীনের চন্দ্রযান
ম যাযাদি ডেস্ক
চীনের চ্যাং'ই চন্দ্রযান সফলভাবে চাঁদের পিঠে অবতরণ করেছে বলে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) ঘোষণা করেছে। মঙ্গলবার চীনের স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে চন্দ্রযানটি চাঁদের পূর্ব নির্ধারিত স্থানে নামে বলে সিএনএসএর বরাতে জানিয়েছে বার্তা সংস্থাগুলো।
নামার পর থেকে রোবটিক চন্দ্রযানটি যন্ত্রপাতি ও পরিস্থিতি পরীক্ষা করছিল। এর মাধ্যমে পরবর্তী প্রায় ৪৮ ঘণ্টা ধরে চাঁদের পিঠে কাজ করার প্রস্তুতি নিচ্ছিল যানটি।
এ সময়ে চন্দ্রযানটি প্রায় দুই কিলোগ্রাম নমুনা সংগ্রহ করে একটি কন্টেইনারে আবদ্ধ করে রাখবে। এরপর কাজ শেষে মানুষবিহীন চ্যাং'ই পৃথিবী থেকে প্রায় তিন লাখ ৮০ হাজার কিলোমিটার দূরে চাঁদের কক্ষপথে অবস্থান করা মূল মহাকাশযানে ফিরবে। সংবাদসূত্র : সিনহুয়া
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd