শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুইডেনের পাঁচ কূটনীতিককে বহিষ্কার করছে রাশিয়া

যাযাদি ডেস্ক
  ২৬ মে ২০২৩, ০০:০০

সুইডেনের পাঁচ কূটনীতিককে বহিষ্কার করছে রাশিয়া। মস্কো বলছে, সুইডেন 'সংঘাতমূলক পথ' বেছে নেওয়ায় প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত মাসে সুইডেন থেকে তাদের পাঁচ কূটনীতিককে বহিষ্কারের প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তারা। সুইডেন 'প্রকাশ্যে প্রতিকূল পদক্ষেপ' নিয়েছে বলেও উলেস্নখ করা হয়। সংবাদসূত্র : এএফপি, আল-জাজিরা

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুই দেশের মধ্যকার সম্পর্ক নজিরবিহীনভাবে খারাপ অবস্থায় পৌঁছে গেছে। গত বছর এপ্রিলের শেষের দিকে সুইডেন এক ঘোষণায় জানায়, তারা ন্যাটোতে অন্তর্ভুক্ত হতে চায়। এরপর থেকেই মূলত দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।

এদিকে পাঁচ কূটনীতিককে বহিষ্কারের পাশাপাশি গোথেনবার্গে রাশিয়ার জেনারেল কনসু্যলেট ও সেন্ট পিটার্সবার্গে সুইডেনের কূটনৈতিক মিশন বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে মস্কো। এছাড়াও সুইডিশ রাষ্ট্রদূত ম্যালেনা মার্ডকে তলব করা হয়েছে

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গোথেনবার্গে মস্কোর জেনারেল কনসু্যলেট আগামী ১ সেপ্টেম্বর বন্ধ করে দেওয়া হবে। একই সময়ের মধ্যে সেন্ট পিটার্সবার্গে সুইডেনের জেনারেল কনসু্যলেটের কার্যক্রমও বন্ধ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে