রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

'সৌদি-ইসরাইল সম্পর্ক প্রতিদিনই উষ্ণ হচ্ছে'

যাযাদি ডেস্ক
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
'সৌদি-ইসরাইল সম্পর্ক প্রতিদিনই উষ্ণ হচ্ছে'
যুবরাজ মোহাম্মদ বিন সালমান

দারুণ অগ্রগতিতে ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন সৌদি যুবরাজ ও সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। তিনি বলেছেন, প্রতিদিনই দুই দেশের সম্পর্ক উষ্ণ হচ্ছে। 'ফক্স নিউজ'কে বুধবার দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ সালমান বলেন, 'প্রতিদিনই আমরা কাছাকাছি হচ্ছি।'

ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক জোরদারে অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে আমেরিকা। এ ক্ষেত্রে ফিলিস্তিন সংকটের সমাধানকে প্রাধান্য দিচ্ছে সৌদি আরব। পাশাপাশি পারমাণবিক সক্ষমতাও চাইছে দেশটি।

যুবরাজ সালমান বলেন, 'ইরান যদি পারমাণবিক অস্ত্র পায়, তবে আমাদেরও তা পেতে হবে।'

ফিলিস্তিন ইসু্যটি সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উলেস্নখ করে সংকট সমাধানে কাজ করা হচ্ছে বলে জানান সৌদি যুবরাজ। তিনি বলেন, 'দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি। আশা করি, এমন একটি অবস্থানে পৌঁছাতে পারবো যেটি ফিলিস্তিনিদের জীবনকে সহজ করবে।' সংবাদসূত্র : টিআরটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে