ইসরাইলে সামরিক ঘাঁটি থেকে চুরি হওয়া সেনাবাহিনীর একটি ট্যাংক পাওয়া গেছে স্ক্র্যাপইয়ার্ডে বা ভাগাড়ে। ওই ট্যাংকটি ইসরাইলের উত্তরাঞ্চলীয় একটি সামরিক ঘাঁটি থেকে চুরি হয়ে গিয়েছিল। তবে ওই ট্যাংকটি আর সচল ছিল না।
বুধবার এক বিবৃতিতে ইসরাইলি পুলিশ জানিয়েছে, ইসরাইলের উত্তরে ইলিয়াকিম ইন্টারচেঞ্জের কাছে অবস্থিত একটি সেনা প্রশিক্ষণ ঘাঁটি থেকে ট্যাংক চুরির কথা জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরে ট্যাংকটি ভূখন্ডটির উপকূলীয় শহর হাইফা থেকে ২০ কিলোমিটার দক্ষিণে একটি স্ক্র্যাপইয়ার্ডে পাওয়া যায়। পুলিশের ওই বিবৃতিতে বলা হয়েছে, 'পরিস্থিতির প্রাথমিক তদন্ত থেকে সন্দেহ করা হচ্ছে, ট্যাংকটি সক্রিয় নয় এবং কী কারণে ট্যাংকটি চুরি করা হয়েছিল, তা তদন্ত করা হচ্ছে।' এতে আরও বলা হয়েছে, 'চুরি হওয়া ট্যাংকটি শনাক্ত করার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে নোটিশ পাঠানো হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পুলিশও এই ঘটনায় যৌথ তদন্ত শুরু করেছে।' সংবাদসূত্র : আল-জাজিরা