মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া স্বীকৃতি নয় ইসরাইলকে : সৌদি

যাযাদি ডেস্ক
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া স্বীকৃতি নয় ইসরাইলকে : সৌদি
যুবরাজ মোহাম্মদ বিন সালমান

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। বুধবার উপদেষ্টা শুরা কাউন্সিলের বার্ষিক ভাষণে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ কথা বলেছেন। যুবরাজ এ সময় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে 'ইসরাইলের দখলদারিত্বের অপরাধের তীব্র নিন্দা জানান।'

তিনি বলেছেন, 'পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরব তার অক্লান্ত পরিশ্রম বন্ধ

1

করবে না এবং আমরা নিশ্চিত করছি যে, এটি ছাড়া সৌদি আরব ইসরাইলের সঙ্গে কূটনৈতিক

সম্পর্ক স্থাপন করবে না।'

নামপ্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে, তেল আবিবের সঙ্গে রিয়াদের স্বাভাবিক সম্পর্ক স্থাপনে ওয়াশিংটনের প্রচেষ্টাকে উপেক্ষা করা হচ্ছে। এর নেপথ্যে রয়েছে গত অক্টোবর থেকে শুরু হওয়া

ইসরাইলি আগ্রাসন।

যুবরাজের শেষ বক্তব্য থেকে ধারণা করা যায়, ইসরাইলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত মার্কিন প্রচেষ্টা ধোপে টিকবে না।

গাজা যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগে সৌদি যুবরাজ জানিয়েছিলেন, ইসরাইল-সৌদি একটা চুক্তির সন্নিকটে আছে। তবে গত বছরের অক্টোবরে গাজায় ইসরাইলের হামলার পর মার্কিন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি একরকম স্থবির হয়ে গেছে। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে