মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বসনিয়ায় বন্যা ও ভূমিধসে ১৩ মৃতু্য, বহু নিখোঁজ

যাযাদি ডেস্ক
  ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০
বসনিয়ায় বন্যা ও ভূমিধসে ১৩ মৃতু্য, বহু নিখোঁজ

বসনিয়া-হের্জেগোভিনার মধ্যাঞ্চলে হঠাৎ বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জনের মৃতু্য হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা শনিবার সকালে ডোনিয়া ইয়াবস্নানিচ্ছা গ্রামের ধ্বংসস্তূপ খুঁড়ে নিখোঁজ লোকজনের খোঁজ শুরু করেন।

শুক্রবার বলকান দেশটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বন্যার কবলে পড়ে। এতে অনেকগুলো শহর ও গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে। বহু ঘরবাড়ি পুরোপুরি ডুবে যায়।

1

হের্জেগোভিনা-নেরেতভা প্রদেশের সরকারি কর্মকর্তা ডার্কো ইউকা শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, সব তথ্য সংকলনা করার পর ইয়াবস্নানিচ্ছা এলাকায় ১৩ জনের মৃতু্য হয়েছে বলে সরকার সিদ্ধান্তে এসেছে।

এর আগে একইদিন 'এনআই' টেলিশিভন জানিয়েছিল, ২১ জনের মৃতু্য হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ইয়াবস্নানিচ্ছা এলাকাটি রাজধানী সারায়েভো থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। সেখানে ১৬ জনের মৃতু্য হয়েছে বলে শুক্রবার ইউকা জানিয়েছিলেন। তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে