সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

কমলা হ্যারিসকে সমর্থন দিতে অস্বীকৃতি রাশিদা তালিবের

যাযাদি ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
রাশিদা তালিব

ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন আমেরিকার প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপাবলিকস) সদস্য রাশিদা তালিব। শুক্রবার ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের (ইউএডাবিস্নউ) আয়োজিত এক জনসভায় এ কথা বলেছেন তিনি। তথ্যসূত্র : ডেট্রয়েট নিউজ

কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন না জানানো কয়েকজন শীর্ষস্থানীয় ডেমোক্রেটদের একজন রাশিদা তালিব। তিনি মার্কিন কংগ্রেসে একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান। গাজায় গত এক বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে বাইডেন প্রশাসনের নৈতিক অবস্থানের কঠোর সমালোচক রাশিদা তালিব।

ওইদিনই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ট্রাম্পের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিশিগানের ডেয়ারবর্ন শহরে প্রচারণা চালানো নিয়েও সমালোচনা করেছেন তিনি। তিনি লিখেছেন, 'ভুলে গেলে চলবে না, ট্রাম্প একজন গর্বিত ইসলামোফোব (ইসলাম ধর্ম নিয়ে ভীতি আছে এমন ব্যক্তি) ও ডাহা মিথ্যাবাদী। কিন্তু বাস্তবতা হলো, ইসরায়েলের চালানো গণহত্যায় বাইডেন প্রশাসনের নীরব সমর্থন আমাদের এখানে এনেছে। এখন সময় এসেছে সবাই জেগে ওঠার।'

ট্রাম্পকে একাধিক আরব আমেরিকান নেতা সমর্থন দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ডিয়ারবর্ন হাইটস ও হ্যামট্রামকের দুই মুসলিম মেয়র।

জনসভায় উপস্থিত সমর্থকদের উদ্দেশে তালিব বলেন, 'নিজেদের ক্ষমতাকে খাটো করে দেখবেন না। সব বিজ্ঞাপন, প্রজ্ঞাপন, প্রচারণার চেয়ে বেশি শক্তি ধারণ করে জনগণ। আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। অর্থলোভীদের কাছ থেকে দেশকে উদ্ধার করতে হবে।' বক্তব্যের এ পর্যায়ে তিনি বিচারক নির্বাচন নিয়ে কথা বলেন। মিশিগান সুপ্রিম কোর্টের জন্য ডেমোক্রেট মনোনীত প্রার্থী কিয়ারা হ্যারিস বোলডেন ও কিমবার্লি থমাসের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেছেন তালিব। এই নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বী হবেন রিপাবলিকান সমর্থিত প্যাট্রিক ও'গ্র্যাডি ও অ্যান্ড্রিউ ফিংক। কথিত বামপন্থি চার সদস্যের 'স্কোয়াড'র সদস্য তালিব। অন্য তিনজন হলেন আয়ান্না প্রিসলি, ইলহান ওমর এবং আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। তালিব বাদে বাকি তিনজনই কমলা হ্যারিসকে সমর্থন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে