পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে দুই মিনিবাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির পরিবহণ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
পরিবহণ মহাপরিচালক ওমর সাকো এক বিবৃতিতে বলেন, কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা জানতে মন্ত্রণালয় একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছে এবং একটি তদন্ত শুরু করা হয়েছে।
আইভরি কোস্টে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। সড়ক এবং যানবাহনের বেহাল দশা ও ড্রাইভিং পরীক্ষায় ব্যর্থ হওয়া চালকদের কারণেই এসব দুর্ঘটনা ঘটে থাকে।
গত মাসে গাগনোয়া শহরের কাছে একই ধরনের দুর্ঘটনায় ২০ জন
নিহত হন।
পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে এক হাজার থেকে দেড় হাজার মানুষের মৃতু্য হয়। সেখানে প্রায় ১৫ লাখ যানবাহন চলাচল করে।
তথ্যসূত্র : এএফপি