সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ইথিওপিয়ায় বিয়ের অনুষ্ঠানের গাড়ি নদীতে :নিহত ৭১

ফিটনেসবিহীন যানবাহন ও চালকের অদক্ষতায় বাড়ছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা
আন্তর্জাতিক ডেস্ক
  ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ইথিওপিয়ায় বিয়ের অনুষ্ঠানের গাড়ি নদীতে :নিহত ৭১
ইথিওপিয়ায় দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে হতাহতদের উদ্ধারে দমকল বাহিনীর তৎপরতা

আফ্রিকা মহাদেশের ইথিওপিয়াতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। দেশটির সাউদার্ন সিদামা অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, বোনা জেলায় একটি যাত্রীবোঝাই ট্রাক নদীতে পড়ে গেলে রোববার এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সিদামা আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনয়েলেহ সিমিওন সোমবার রয়টার্সকে জানিয়েছেন, ৬৮ জন পুরুষ ও ৩ জন নারীসহ ৭১ জন নিহত হয়েছেন।

আঞ্চলিক যোগাযোগ বু্যরো রবিবার গভীর রাতে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় জীবিতদের বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বিস্তারিত কোনও তথ্য কর্তৃপক্ষ দেয়নি।

রাষ্ট্র নিয়ন্ত্রিত ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (ইবিসি) জানিয়েছে, দুর্ঘটনার শিকার ট্রাকে থাকা যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়।

ফিটনেসবিহীন যানবাহন ও চালকের অদক্ষতার কারণে ইথিওপিয়াতে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে ২০১৮ সালে, দেশটির উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায় একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ৩৮ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে সিদামার আঞ্চলিক স্বাস্থ্য বু্যরো। পরবর্তীতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

কয়টি গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটেছে বা দুর্ঘটনার সময় কতজন যাত্রী ছিল এ বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশ ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনা যেন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। সেখানে সড়কের বেহাল দশাই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে