এশিয়ার জলসীমায় ক্রমবর্ধমান অস্থিরতা মোকাবিলায় ত্রিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার করেছে জাপান, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র। সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড মার্কোস জুনিয়র ও বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক ভার্চুয়াল বৈঠকে এসব কথা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মার্কোসের কার্যালয় থেকে জানানো হয়, অর্থনৈতিক, সামুদ্রিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি ও সুসংহত করার বিষয়ে একমত হয়েছেন তিন নেতা। এর আগে গত এপ্রিলে, আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ওয়াশিংটনে এক বৈঠকে মিলিত হয়েছিলেন এই তিন দেশের নেতা।
ম্যানিলা থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ত্রিপাক্ষিক অংশীদারিত্ব অব্যাহত রাখার গুরুত্ব বুঝতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন বাইডেন।