বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

প্রসূতির মৃতু্য :পশ্চিমবঙ্গে বেশ কিছু ওষুধের ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
প্রসূতির মৃতু্য :পশ্চিমবঙ্গে বেশ কিছু ওষুধের ওপর নিষেধাজ্ঞা

মেয়াদোত্তীর্ণ স্যালাইনে পশ্চিমবঙ্গের মেদিনীপুর ম্যাডিকেল কলেজ ও হাসপাতালের এক প্রসূতির মৃতু্যর ঘটনার গোটা রাজ্য উত্তাল। সেই মেয়াদোত্তীর্ণ স্যালাইনের অসুস্থ হয়ে পড়েন আরও বেশ কিছু প্রসূতি। এই ঘটনার পরপরই নড়েচড়ে বসে রাজ্যটির স্বাস্থ্য দপ্তর। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার পরেই পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যালস-এর স্যালাইনসহ বেশ কিছু ওষুধের ওপর নিষেধাজ্ঞা জারি করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। নির্দিষ্ট ব্যাচের ওই ওষুধ এবং স্যালাইনের ল্যাব টেস্টেও প্রতিবেদন না আসা পর্যন্ত ওই কোম্পানির সব ওষুধের ওপর এই নির্দেশিকা বহাল থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে