শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২
জাতিসংঘ

ইসরাইলের অভিযানে গাজায় যুদ্ধবিরতি বিপন্ন

আন্তর্জাতিক ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
ইসরাইলের অভিযানে গাজায় যুদ্ধবিরতি বিপন্ন

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের অভিযানে মঙ্গলবার থেকে অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানে ইসরাইলের এই অভিযানের কারণে গাজায় সদ্য হওয়া নতুন যুদ্ধবিরতি বিপন্ন হচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র থামিন আল-কিতান। পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি সামরিক বাহিনীর বড় ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সেখানকার কয়েক শ বাসিন্দা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার অভিযানের তৃতীয় দিনে ইসরাইলি সেনারা জেনিনের বহু বাড়িঘর গুঁড়িয়ে দেয়। গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার দুই দিন পরই পশ্চিম তীরে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরাইলের কর্মকর্তারা বলছেন, জেনিন সংলগ্ন শরণার্থী শিবিরে ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তাদের এই অভিযান চলছে। বছরের পর বছর ধরে এই স্থানটি সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর ঘাঁটি। কিন্তু ইসরাইলের এই অভিযানে বেশির ভাগই নিরস্ত্র মানুষের মৃতু্যতে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে সহিংসতা বন্ধ করা-সহ বসতি সম্প্রসারণ বন্ধের ডাক দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে