শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

যুদ্ধে নিহত ৭৫৭ সেনার মরদেহ গ্রহণ করল কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
যুদ্ধে নিহত ৭৫৭ সেনার মরদেহ গ্রহণ করল কিয়েভ

রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত কয়েকশ সেনার মরদেহ গ্রহণ করেছে কিয়েভ। যুদ্ধ শুরু হওয়ার পর বন্দিদের পাশাপাশি নিহতদের মরদেহও বিনিময় করছে দুই দেশ। এই মরদেহ বিনিময়ের মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা স্পষ্ট হচ্ছে। যুদ্ধের তিন বছর পূর্তিকে সামনে রেখে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে। ইউক্রেনের সমন্বয় সদর দপ্তর জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত ৭৫৭ সেনার মরদেহ ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা দুই দেশই সাধারণত গোপন রাখে। তবে গত ডিসেম্বরে ইউক্রেনের প্রেসিডেন্ট ৪৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত ও তিন লাখ ৭০ হাজার আহত হওয়ার কথা জানান। কিন্তু মোট সংখ্যা প্রকৃতপক্ষে অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে রাশিয়া নিহত হওয়া সেনাদের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করে না। তাছাড়া নিহত হওয়া সেনাদের মরদেহ ফিরিয়ে নেওয়ার বিষয়েও কিছু জানায় না।

এদিকে ইউক্রেন ইসু্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে রাজি বলে জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে