শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার ইসরাইলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন শহরে হামলা চালায়। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় দাবি করেছে, লেবাননের পক্ষ থেকে চুক্তির পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। শুক্রবার ইসরাইলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন শহরে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী রোববার সেনা প্রত্যাহারের আগে সীমান্ত অঞ্চলে ব্যাপক সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরাইল।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের আইতারুন শহরে ঘরবাড়ি ধ্বংস করে, কান্তারা শহরের একটি মসজিদে আঘাত হানে এবং রাব থালাথিনে তীব্র বিস্ফোরণ ঘটায়। ইসরাইলি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর সরকার যুদ্ধবিরতি চুক্তির সময়সীমা অতিক্রম করেও সেনা অবস্থান বজায় রাখার পরিকল্পনা করছে। এর পেছনে যুক্তি দেওয়া হয়েছে, লেবাননের সেনাবাহিনী দক্ষিণে ধীরগতিতে মোতায়েন হওয়ায় হিজবুলস্নাহ সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। নভেম্বরে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ইসরায়েলি বাহিনী লেবানন ছাড়বে এবং হিজবুলস্নাহ দক্ষিণ লেবানন থেকে সরে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে