চীনা কোস্ট গার্ড ও নৌবাহিনীর আগ্রাসী আচরণ এবং গবেষণাকাজে ব্যবহৃত দুটি নৌযান 'হয়রানির' শিকার হওয়ায় দক্ষিণ চীন সাগরে বৈজ্ঞানিক জরিপ স্থগিত করার কথা জানিয়েছে ফিলিপিন্স। শনিবার এক বিবৃতিতে দেশটির কোস্ট গার্ড জানায়, শুক্রবার ফিলিপিন্সের দুটি ফিশারিজ নৌযান বালুর নমুনা সংগ্রহে টিটু দ্বীপের কাছে স্যান্ডি কে-তে যেতে চাইলে চীনা কোস্ট গার্ডের তিনটি জাহাজের 'আগ্রাসী কর্মকান্ডের' মুখোমুখি হয়। পাশাপাশি চীনা নৌবাহিনীর একটি হেলিকপ্টারও ওই জলযানগুলোর ওপর 'অনিরাপদ উচ্চতায়' উড়ে যায়।