মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

গাজা দখলে ট্রাম্পের পরিকল্পনায় বিশ্বজুড়ে বিতর্কের ঝড়

আন্তর্জাতিক ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গাজা দখলে ট্রাম্পের পরিকল্পনায় বিশ্বজুড়ে বিতর্কের ঝড়
হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের পাশে বেঞ্জামিন নেতানিয়াহু -ফাইল ছবি

গাজায় যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চমকপ্রদ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের সম্পূর্ণ উচ্ছেদ করে অঞ্চলটির দখল যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তার দাবি, গাজাকে মধ্যপ্রাচ্যের 'রিভিয়েরা' বা বিলাসবহুল পর্যটনকেন্দ্রে রূপান্তর করা হবে।ট্রাম্পের এই ঘোষণার পরপরই আরব দেশগুলোর কড়া প্রতিক্রিয়া আসতে শুরু করে। পাঁচজন আরব পররাষ্ট্রমন্ত্রী এক যৌথ চিঠিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ফিলিস্তিনিদের উচ্ছেদ অঞ্চলটি আরও বেশি সংঘাতময় করে তুলবে। তবে মার্কিন রাজনীতিতে ট্রাম্পের এই পরিকল্পনা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার কিছু সমর্থক এটিকে 'যুগান্তকারী উদ্যোগ' হিসেবে দেখছেন, আবার অনেকে একে 'অসম্ভব' ও 'বিপজ্জনক' বলে আখ্যায়িত করছেন। ইসরাইলও বিষয়টি নিয়ে নানান মত রয়েছে। দেশটির এক কট্টর ডানপন্থি মন্ত্রী বাইবেলের একটি পদ উদ্ধৃত করে বলেন, 'প্রভু আমাদের জন্য মহান কাজ করেছেন, তাই আমরা আনন্দিত।' তবে অধিকাংশ ইসরাইলি ট্রাম্পের নতুন পরিকল্পনা দেখে হতবাক।

হোয়াইট হাউজে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, আমরা গাজা দখল করবো এবং একে নতুনভাবে গড়ে তুলবো। আমরা সেখানে অবিস্ফোরিত বোমা ও অস্ত্র নিষ্‌িক্রয় করবো এবং দীর্ঘমেয়াদে এর নিয়ন্ত্রণ নেবো। তিনি আরও বলেন, প্রয়োজনে সেখানে মার্কিন সেনা মোতায়েন করা হতে পারে। ট্রাম্প দাবি করেন, এটি হালকাভাবে নেওয়ার মতো কোনো পরিকল্পনা নয়। 'সবাই' চায়, যুক্তরাষ্ট্র এই জমির মালিক হোক এবং একে একটি 'মহান স্থানে' পরিণত করুক। তার মতে, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় ফিলিস্তিনিদের থাকা উচিত নয়। বরং অন্য দেশগুলো তাদের গ্রহণ করুক, আর পুনর্গঠনের পর সেখানে 'বিশ্বের নানা প্রান্ত থেকে' আসা মানুষ বসবাস করবে, যার মধ্যে কিছু ফিলিস্তিনিও থাকতে পারে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনা প্রসঙ্গে বলেছেন, এতে অবশ্যই নজর দেওয়া প্রয়োজন... এটি ইতিহাস বদলে দিতে পারে। নেতানিয়াহুর সরকার মূলত গাজা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ নিয়ে আলোচনার জন্য প্রস্তুত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে