মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। কয়েকদিন আগে ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেওয়া স্থগিত করার পর, এবার রাশিয়াকে এমন হুমকি দিলেন তিনি। শুক্রবার দুই দেশকে দ্রম্নত শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে মস্কোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নত করতে রাশিয়াকে কিছু নিষেধাজ্ঞার ছাড় দেওয়ার পরিকল্পনা করছে।
ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রম্নথ সোশ্যালে লিখেছেন, 'রাশিয়া বর্তমানে ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে প্রচন্ডভাবে আঘাত করছে। তাই আমি ব্যাপক ব্যাংকিং নিষেধাজ্ঞা,শুল্ক এবং অন্যান্য নিষেধাজ্ঞার কথা ভাবছি। যতক্ষণ না যুদ্ধবিরতি এবং চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।'
তবে পুতিনের প্রতি তুলনামূলক নরম অবস্থান দেখিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, 'আমি মনে করি, পুতিন এটি (যুদ্ধ) থামাতে এবং সমঝোতা করতে চান। তিনি এখন আরও কঠোর হামলা চালাচ্ছেন,যা অন্য কেউ থাকলেও হয়তো করতেন। ট্রাম্প স্বীকার করেছেন, 'আমি ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে গিয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছি।'
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিমান ও নৌ অঞ্চলে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, 'প্রকৃত শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হওয়া উচিত এই যুদ্ধের একমাত্র সূত্র, রাশিয়াকে হামলা বন্ধে বাধ্য করা।' তবে মস্কো ইউক্রেন, ব্রিটেন এবং ফ্রান্সের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে, ন্যাটো বাহিনী ইউক্রেনে প্রবেশ করতে পারবে না।
রাশিয়া ইতিমধ্যে ২০২২ সালের ফেব্রম্নয়ারিতে ইউক্রেন আক্রমণের পর যুক্তরাষ্ট্র ও মিত্রদের ব্যাপক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।