শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জেলেনস্কি যুক্তরাষ্ট্র থেকে খুব সহজে অর্থ নিয়ে গেছে :ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ১১ মার্চ ২০২৫, ০০:০০
জেলেনস্কি যুক্তরাষ্ট্র থেকে খুব সহজে অর্থ নিয়ে গেছে :ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আবারও কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জেলেনস্কি খুব সহজে এই দেশ থেকে অর্থ নিয়ে গেছেন। আমার মনে হয় না তিনি কৃতজ্ঞ। রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গত মাসে ওভাল অফিসে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর ইউক্রেনীয় প্রেসিডেন্টের যে সমালোচনা ট্রাম্প শুরু করেছিলেন তা অব্যাহত রেখেছেন তিনি। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট এবার ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে "খুব সহজে" যুক্তরাষ্ট্র থেকে সাহায্য তহবিল নেওয়ার অভিযোগ করেছেন। রোববার সম্প্রচারিত ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "তিনি বাইডেনের আমলে এই দেশ থেকে অর্থ বের করে নিয়েছিলেন, ঠিক যেমন শিশুর কাছ থেকে ক্যান্ডি নেওয়ার মতো (এমন কিছু যা অর্জন করা খুব সহজ)। এটা খুবই সহজ ছিল।" তিনি আরও বলেন, "আমি মনে করি না তিনি কৃতজ্ঞ। আমরা তাকে ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছি এবং আর তিনি কথা বলছেন যে, তারা এই যুদ্ধ করেছে এবং তাদের এই সাহসিকতা রয়েছে।"

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পুনর্ব্যক্ত করেন, তিনিই ইউক্রেনকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক অস্ত্র দিয়েছিলেন এবং ২০২২ সালে যখন তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন, তাহলে ইউক্রেনের এই যুদ্ধ শুরুই হতো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে