গাজায় বিদু্যৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইল। তাদের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে ইসরাইলের এমন পদক্ষেপকে সস্তা এবং এ ধরনের বস্ন্যাকমেইল গ্রহণযোগ্য নয় বলে উলেস্নখ করা হয়েছে। খবর আল জাজিরার।এদিকে মিশর, কাতার এবংযুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি চুক্তি পুনরুজ্জীবিত করতে আলোচনা করছেন। তাদের সঙ্গে আলোচনা করতে ইসরাইলি প্রতিনিধিরাও দোহায় যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত বলেছেন, ইসরাইলি বন্দিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা 'খুবই সহায়ক' ছিল এবং কয়েক সপ্তাহের মধ্যে গাজায় কিছু একটা হতে পারে। এর আগে হামাসের একটি সশস্ত্র শাখা সতর্ক করে জানিয়েছে যে, গাজায় নতুন করে ইসরাইলি হামলা শুরু হলে বন্দিদের জীবন বিপন্ন হয়ে উঠবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইটকফ ইঙ্গিত দিয়েছেন যে, বন্দিদের মুক্তি দেওয়া না হলে ইসরাইলের সঙ্গে সরাসরি সামরিক পদক্ষেপে অংশ নিতে পারে যুক্তরাষ্ট্র। সে সময় ইসরাইলের পক্ষ থেকে জানানো হয় যে, গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টার জন্য তারা সোমবার কাতারের রাজধানী দোহায় একটি প্রতিনিধিদল পাঠাবে।