সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বাউবিতে বিএড প্রোগ্রামে ভর্তি, আবেদন ফি ৭০০ টাকা

ক্যাম্পাস ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
বাউবিতে বিএড প্রোগ্রামে ভর্তি, আবেদন ফি ৭০০ টাকা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশন পরিচালিত ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামে ২০২৫ শিক্ষাবর্ষে (ব্যাচ-২০২৫) ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের জন্য অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর পর্যন্ত। আবেদন ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ৬ ডিসেম্বর প্রকাশ করা হবে। অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ ৮ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ১৮ ডিসেম্বর, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার স্থান বিএড প্রোগ্রামের স্টাডি সেন্টারসমূহ। ভর্তি পরীক্ষার নম্বর হবে ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন ও ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন হবে বাংলা-২৫, ইংরেজি-২৫, গণিত-২৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)-২৫। মোট ১০০ নম্বর। নিজস্ব মুঠোফোন নম্বর ও ই: মেইল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা নির্ধারিত কোর্স ফির শতকরা ৬০ ভাগ ছাড় পাবে। এছাড়া, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইট িি.িনড়ঁ.ধপ.নফ থেকে জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে