বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

অনলাইন কোর্সের নামে প্রতারণা!

ফাহিম ফয়সাল শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
অনলাইন কোর্সের নামে প্রতারণা!

তথ্যপ্রযুক্তির অবদানে সবার হাতে হাতে পৌঁছে গেছে স্মার্টফোন। স্মার্টফোন সবার হাতে পৌঁছালেও স্মার্ট হতে পারেনি এখনো অনেকেই। কথায় আছে, 'অল্প বিদ্যা ভয়ংকর।' সেই অল্প বিদ্যাই যেন তাদের দৈনন্দিন বিভিন্ন ফাঁদে আড়ষ্ট করে ফেলছে। বর্তমানে ফ্রিল্যান্সিং শেখানোর নামে অনেক কোর্স সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। মাঝেমধ্যে কোর্স প্রশিক্ষক হিসেবে এমনও কিছু ব্যক্তিকে দেখা যায়, যারা কোনোদিন ফ্রিল্যান্সিং করে টাকাই আয় করেনি। কিন্তু তাদের চটকদার বিজ্ঞাপন দেখে অনেকেই না বুঝে কিনে ফেলছে এমন অসংখ্য কোর্স। কেউ কেউ তো কোর্স ফি নিয়েই গায়েব হয়ে যায় আবার অনেক ভুয়া প্রতিষ্ঠান দু-একদিন ঠিকঠাক ক্লাস করালেও ইন্টারনেটের দোহাই দিয়ে ক্লাসের ইতি টানেন এভাবেই। এভাবে প্রতিদিন বিভিন্ন মানুষের কতশত টাকা যে লুট হয়ে যাচ্ছে তার ইয়ত্তা নেই। তাই ভ্যারিফাইড প্রতিষ্ঠান ও পরিচিত কারো রিকমেন্ডেশন ছাড়া এসব কোর্স কিনে প্রতারিত হবেন না। এছাড়াও এসব ভুয়া প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে