শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
পাঠক মত

খেলাধুলা বিলুপ্তির পথে, তরুণ প্রজন্ম ঝুঁকছে স্মার্টফোনে

সৌরভ হালদার শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ সরকারি ব্রজলাল কলেজ খুলনা
  ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
খেলাধুলা বিলুপ্তির পথে, তরুণ প্রজন্ম ঝুঁকছে স্মার্টফোনে

খেলাধুলা মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ কমে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো স্মার্টফোনের ব্যাপক ব্যবহার। স্মার্টফোনে বিভিন্ন ধরনের গেম এবং অ্যাপ রয়েছে যা তরুণদের মনোযোগ আকর্ষণ করে। এসব গেম এবং অ্যাপ খেলার জন্য তরুণরা ঘরে বসে থেকেই সময় কাটায়। ফলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। এ ছাড়া খেলাধুলার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকাও তরুণ প্রজন্মের খেলাধুলার প্রতি আগ্রহ কমে যাওয়ার অন্যতম কারণ। অনেক এলাকায় খেলার মাঠ এবং খেলার সরঞ্জামের অভাব রয়েছে। ফলে তরুণরা খেলাধুলা করার সুযোগ পায় না। খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ কমে যাওয়ার ফলে দেশের ক্রীড়া ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। দেশের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফল করতে পারছে না।

খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে সরকার এবং সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া জরুরি। খেলার মাঠ এবং খেলার সরঞ্জামের পর্যাপ্ত সুযোগ-সুবিধা সৃষ্টি করা উচিত। এ ছাড়া স্কুল-কলেজে খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করা উচিত। খেলাধুলা শুধু শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, এটি ব্যক্তিত্ব গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা মানুষকে দলগতভাবে কাজ করার শিক্ষা দেয়। এটি মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জনে সাহায্য করে। তাই খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সৌরভ হালদার

শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ

সরকারি ব্রজলাল কলেজ খুলনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে