বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মৌলভীর দোকান মোড়ে ট্রাফিক পুলিশ চাই

আবদুর রশীদ
  ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মৌলভীর দোকান মোড়ে ট্রাফিক পুলিশ চাই

চট্টগ্রামের সাতকানিয়া থানার অন্তর্গত মৌলভীর দোকান বেশ পুরনো একটি স্টেশন। এই স্টেশনের মাঝ দিয়ে অতিক্রম করেছে আরাকান সড়ক। স্টেশনটি গড়ে উঠেছে চৌরাস্তার মুখ নিয়ে। আরাকান সড়কসংলগ্ন মৌলভীর দোকান, স্টেশনের পূর্ব পাশে অবস্থিত একটি উচ্চবিদ্যালয়, রাস্তার পশ্চিম পাশে একটি হাসপাতাল, একটি কলেজ, একটি কামিল মাদ্রাসা, একটি প্রাইমারি স্কুল, দুটো হেফজখানা, একটি কেজি স্কুলসহ একটি গার্লস স্কুল। মৌলভীর দোকান আরাকান সড়কে জেব্রা ক্রসিং লাইন দেওয়া থাকলেও ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ রাস্তা পারাপারে হিমশিম খায়। কারণ, রাস্তায় চলা যানবাহনগুলো মেনে চলছে না কোনো জেব্রা ক্রসিংয়ের আইন। দ্রম্নতগতিতে গাড়ি চালান চালকরা। ফলে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। তাই মৌলভীর দোকান মোড়ে রাস্তা পারাপারের ক্ষেত্রে ট্রাফিক বিভাগের বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি।

আবদুর রশীদ

সাতকানিয়া, চট্টগ্রাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে