সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
স্মরণীয়-বরণীয়

হুয়ান রামোন হিমেনেস

  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
হুয়ান রামোন হিমেনেস
হুয়ান রামোন হিমেনেস

হুয়ান রামোন হিমেনেস একজন স্পেনীয় কবি ও লেখক। তিনি ১৯৫৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। মূলত স্পেনীয় ভাষায় আনন্দোচ্ছ্বলতা ও শৈল্পিক বিশুদ্ধতার দৃষ্টান্ত স্থাপনকারী গীতিধর্মী কাব্যরচনার জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ২৩ ডিসেম্বর, ১৮৮১ হিমেনেস স্পেনের উয়েলভা প্রদেশে জন্মগ্রহণ করেন এবং সেভিইয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেন। হুয়ান রামোন হিমেনেস এমন একজন কবি ছিলেন- যিনি তার রচনার মধ্য দিয়ে স্পেনীয় সাহিত্যকে শুধু সমৃদ্ধই করেনি। বরং তার রচনা বিশ্ব সাহিত্যকেও ব্যাপকভাবে নাড়া দেয়। নিকারাগুয়ার কবি ও স্পেনীয় কাব্যে আধুনিকতাবাদী আন্দোলনের নেতা রুবেন দারিও হিমেনেসের ওপর গভীর প্রভাব ফেলেন। এছাড়া, দারিওর নিমন্ত্রণে তিনি মাদ্রিদেও যান। ফ্রান্সে ভ্রমণের সময় সেখানকার প্রতীকবাদী কবিতের শুরুর দিকের রচনাগুলোও তাকে প্রভাবিত করে। দেখা যায়, কবি জীবনের শুরুর দিকে হুয়ান রামোন হিমেনেস আবেগী ও অলংকারসমৃদ্ধ কাব্য রচনা করেন। যেগুলোর মধ্যে আছে- আলমাস দে ভিওলেতা (বেগনী আত্মাগুলি, ১৯০০) এবং নিনফেয়াস (জলপদ্ম, ১৯০০)। হার্দিনের লেহানোস (১৯০৫), এলেহিয়াস (১৯০৮) এবং পাস্তোরালেস (১৯১১) এই কাব্যগ্রন্থ গুলোতেও দারিওর প্রভাব সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তবে পরবর্তী সময়ে হিমেনেস এই ধারার প্রতি বিতৃষ্ণা পোষণ করতে শুরু করেন এবং সেটি পরিহার করে মুক্ত ছন্দে গীতিধর্মী কবিতা লেখা শুরু করেন। স্পেনে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে তিনি নির্বাসনে চলে যান এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কিউবা ও পুয়ের্তো রিকোতে সাহিত্য বিষয়ে অধ্যাপনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯১৬ সালে গমনের পর সেখানে নিউইয়র্ক শহরে থেনোবিয়া কামপ্রম্নবি আইমার নামক এক কবির সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। আইমার রবীন্দ্রনাথের কবিতার একজন অনুবাদিকা ছিলেন। ১৯১৬ সালেই হিমেনেস মুক্ত ছন্দে লেখা তার প্রথম কাব্যসংকলন দিয়ারিও দে উন পোয়েতা রেসিয়েন কাসাদো (সদ্যবিবাহিত এক কবির রোজনামচা) প্রকাশ করেন। ১৯৩৯ সালে স্পেনের গৃহযুদ্ধের অবসানের পর তিনি স্ত্রীর সঙ্গে স্বেচ্ছা নির্বাসনে পুয়ের্তো রিকোতে গমন করেন। পুয়ের্তো রিকো বিশ্ববিদ্যালয়ে স্পেনীয় সাহিত্যে অধ্যাপনা করেন। হিমেনেস ও সেনোবিয়া একত্রে ১৯১৫ থেকে ১৯২২ সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের ২২টি কাব্যগ্রন্থ স্পেনীয় ভাষাতে অনুবাদ করেছিলেন। এর ফলে, নোবেল বিজয়ী বাঙালি কবির কবিতা স্পেনীয়ভাষী বিশ্বে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৫৮ সালের ২৯ মে, পুয়ের্তো রিকোর সান হুয়ান শহরে হুয়ান রামোন হিমেনেসের মৃতু্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে