বছরের শেষ দিন উপলক্ষে থার্টি ফার্স্ট নাইট আনন্দের সাথে উদযাপন করা হয়। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে, এই আনন্দ অন্যের অসুবিধার কারণ যেন না হয়। থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ডিজে পার্টি আয়োজন করা হয়, রাস্তায়, উন্মুক্ত স্থানে এবং বাসা-বাড়ির ছাদে উচ্চ শব্দে গান-বাজনা করা হয়। বিশেষ করে রাতে উচ্চ শব্দে গান বাজালে তা অনেকের জন্য অসুবিধার কারণ হতে পারে। তাই অযাচিত শব্দ থেকে বিরত থাকতে হবে। অনেকে এই দিনটি উদযাপন করতে ফানুস উড়িয়ে থাকে, যা পরবর্তীকালে পাখিদের জন্য ক্ষতির কারণ হতে পারে। আতশবাজি ও পটকা ফোটানোর ক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে, কারণ এগুলো বায়ু দূষণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর। বছরের শেষ দিন শুধু আনন্দের নয়, বরং সমাজের জন্য ভালো কিছু কাজও করা যেতে পারে। গরীব-অসহায় মানুষদের খাবার বিতরণ এবং উপহার প্রদান করা যেতে পারে। সর্বোপরি, গত বছরের ব্যর্থতা কাটিয়ে নতুন বছর সবার জীবনে আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসুক।
উম্মে সাবাইনা সুলতানা
শিক্ষার্থী
সমাজবিজ্ঞান বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়