রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

আজ তোমাদের জন্য পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করা হলো
মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
  ১২ মার্চ ২০২২, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

৪৫. তৃণাদের বাড়ির পাশের স্তূপকৃত আবর্জনা পোড়ানোর ফলে বায়ু দূষিত হলো। এই দূষণ থেকে কী হতে পারে?

1

উত্তর: এসিড বৃষ্টি

৪৬. বাস থেকে নির্গত ধোঁয়া আকাশ ছেয়ে দিল। এটি পরিবেশে কী সৃষ্টি করবে?

উত্তর: বায়ুদূষণ

৪৭. বায়ুদূষণ রোধে কী করা উচিত?

উত্তর: বেশি করে গাছ লাগানো উচিত

৪৮. বায়ুদূষণ কীসের ওপর প্রভাব ফেলে?

উত্তর: মানুষের স্বাস্থ্য

৪৯. বার্ষিক পরীক্ষা চলাকালীন তোমার বিদ্যালয়ের পাশের একটি প্রতিষ্ঠান উচ্চৈঃস্বরে মিউজিক পেস্ন করল। এতে তুমি ভালো লিখতে পারলে না। এটিকে তুমি কী বলবে?

উত্তর: শব্দদূষণ

৫০. পুকুরের পাড়ঘেঁষা ঝুলন্ত ও খোলা পায়খানা থেকে কী ধরনের সমস্যা হতে পারে?

উত্তর: পানি দূষিত হবে

৫১. গাড়ির হর্ন, গোলমাল, হঠাৎ আওয়াজে আমাদের শারীরিক সমস্যা হয়। এই দূষণের ফলে কী সমস্যা হতে পারে?

উত্তর: কানের সমস্যা

৫২. কৃষক বেশি ফসল উৎপাদনের জন্য জমিতে রাসায়নিক সার ব্যবহার করে। এই সার বৃষ্টির পানির সঙ্গে মিশে পরিবেশের কোন দূষণ ঘটাবে?

উত্তর: পানিদূষণ

৫৩. ইটের ভাটায় প্রতিনিয়ত ইট পোড়ানো হয়। এ ক্ষেত্রে পরিবেশের কোন দূষণ ঘটবে?

উত্তর: বায়ুদূষণ

৫৪. তাহিয়াদের বাসায় বিদু্যৎ চলে গেলে জেনারেটরের সাহায্যে বিদু্যৎ পায়। সেখানে কোন ধরনের দূষণ হয়ে থাকে?

উত্তর: শব্দদূষণ

৫৫. শিল্প-কারখানার তীব্র আওয়াজে কোন দূষণ ঘটবে?

উত্তর: শব্দদূষণ

৫৬. তুমি সুন্দরবনে বেড়াতে গিয়ে দেখলে একটি তেলবাহী জাহাজ দুর্ঘটনায় জাহাজের সব তেল বনে ছড়িয়ে পড়ছে। এই তেল পানির পাশাপাশি কী দূষণ ঘটাবে?

উত্তর: মাটিদূষণ

৫৭. পরিবেশ সংরক্ষণের অন্যতম উপায় কী?

উত্তর: জনসচেতনতা বৃদ্ধি

৫৮. পরিবেশ সংরক্ষণের জন্য কী করতে হবে?

উত্তর: গাছ লাগাতে হবে

৫৯. তোমার ছোট ভাই পস্নাস্টিকের খেলনা ভেঙে ফেলেছে। এখন তুমি কী করবে?

উত্তর: নির্দিষ্ট স্থানে ফেলে দিয়ে আসবো

৬০. নাজিম সাহেব মাঝে মাঝে গাড়িতে না চড়ে হেঁটে অফিসে যান। এই কাজটি দ্বারা তিনি পরিবেশের কী সংরক্ষণ করতে চান?

উত্তর: প্রাকৃতিক সম্পদ

৬১. তানিয়ার মা কাজ শেষে পানির কল, লাইটের সুইচ বন্ধ করে রাখেন সব সময়। এই কাজটি তিনি কেন করেন?

উত্তর: অপচয় রোধ করতে

৬২. ভাটায় ইট পোড়ানোর ফলে কী হয়?

উত্তর: বায়ু দূষিত হয়

৬৩. উচ্চৈঃস্বরে গান বাজালে কী হয়?

উত্তর: শব্দদূষণ

৬৪. বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কী?

উত্তর: জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো

৬৫. কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে কী দূষিত হয়?

উত্তর: মাটি

৬৬. লাউড স্পিকার বা মাইকে কী হয়?

উত্তর: শব্দদূষণ হয়

৬৭. মাটির উর্বরতা নষ্ট হয় কিসে?

উত্তর: কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশকে

৬৮. পরিবেশ দূষণের প্রধান উৎস কী?

উত্তর: জীবাশ্ম জ্বালানির ব্যবহার

৬৯. পরিবেশ দূষণের প্রাকৃতিক কারণ কী?

উত্তর: বন্যা

৭০. বায়ু দূষণের ফলে কী ঘটে?

উত্তর: এসিড-বৃষ্টি

৭১. পরিবেশ দূষণের ফলে মানুষ কী ধরনের রোগে আক্রান্ত হচ্ছে?

উত্তর: ক্যানসার

৭২. জীবাশ্ম জ্বালানি কী?

উত্তর: প্রাকৃতিক গ্যাস

৭৩. পরিবেশ দূষণের প্রধান কারণ কী?

উত্তর: মানুষ

বর্ণনামূলক প্রশ্ন

প্রশ্ন: পরিবেশ দূষণ কী? পরিবেশ দূষণে মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়?

উত্তর : পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান যথা : বায়ু, পানি, মাটি ইত্যাদিকে দূষিত করে ফেলাকে পরিবেশ দূষণ বলে।

পরিবেশ দূষণ মানুষের জীবনযাত্রার ওপরে প্রভাব ফেলে। বায়ুদূষণের কারণে বিষাক্ত গ্যাস ফুসফুসে প্রবেশ করে। পানি দূষিত হলে বিভিন্ন পানিবাহিত রোগের বিস্তার ঘটে। জমিতে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহারে মাটি দূষিত হয় এবং খাদ্যে তার প্রভাব থাকে। এ ছাড়া শব্দদূষণ শ্রবণশক্তি ও বিভিন্ন মানসিক সমস্যার সৃষ্টি করে।

প্রশ্ন : পরিবেশ দূষণের কারণ বর্ণনা করো।

উত্তর : পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। শিল্প-কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন- তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারেই পরিবেশ দূষিত হয়। জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরও একটি বড় কারণ। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। পরিবেশের বেশির ভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকান্ডের ফলেই হয়ে থাকে।

প্রশ্ন: পরিবেশ দূষণের প্রভাব আলোচনা করো।

উত্তর : পরিবেশ দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। যেমন- ক্যানসার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। পরিবেশ দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হয়। খাদ্যশৃঙ্খল ধ্বংস হয়। ফলে অনেক জীব পরিবেশ ক্রমেই হ্রাস পায়। পরিবেশ দূষণের ফলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। যা বাংলাদেশের মতো সমুদ্র উপকূলবর্তী দেশগুলোর জন্য হুমকিস্বরূপ। শব্দদূষণের কারণে মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্ট হয়। এর ফলে অবসন্নতা, শ্রবণশক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে