লিওনেল মেসিদের বিপক্ষে গোল করে শুরুতে ফিলাডেলফিয়া ইউনিয়নকে এগিয়ে দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভান। ৮৬ মিনিট পর্যন্ত ২ গোলের ব্যবধানে এগিয়ে থেকে জয়ও প্রায় নিশ্চিত করে ফেলেছিল তারা। কিন্তু শেষদিকে আর্জেন্টাইন তারকার জাদুতে হার এড়ালো ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারে (এমএলএস) রোববার (২৫ মে) ৩-৩ গোলে ড্র করেছে ফিলাডেলফিয়া ও ইন্টার মায়ামি। ফিলাডেলফিয়ার হয়ে কুইন ১টি আর মায়ামির হয়ে মেসি ১টি গোল করেছেন। এদিন মাঠে নামেননি কুইনের আরেক ভাই কাভান সুলিভান।
৬০তম মিনিটে মায়ামির হয়ে একটি গোল শোধ করেন তাদেও অ্যালেনদে। অ্যালেনের ক্রস গোলমুখে পেয়ে হেডে জালে জড়ান তিনি। ৭৩তম মিনিটে জ্যাকেসের পাস থেকে গোলে করে ৩-১ ব্যবধানে ফিলাডেলফিয়াকে এগিয়ে দেন তাই বারিবো। ৮৬ মিনিট পর্যন্ত এ ব্যবধান ধরে রেখেছিল তারা। তাতে মনে হচ্ছিল নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছে সুলিভানরা।
তবে শেষদিকে নিজের ঝলক দেখিয়ে ম্যাচের আলো কেড়ে নেন মেসি। ৮৭তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি-কিকে ব্যবধান ৩-২ করেন আর্জেন্টাইন তারকা। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আক্রমণে উঠে বক্সের বাইরে থেকে ডিফেন্ডারদের বাধায় শট নিতে ব্যর্থ হন মেসি। তবে বল পেয়ে যান তেলাসকো সেগোভিয়া। বক্সের ঠিক বাইরে থেকে তার জোরালো শটে ম্যাচে সমতায় ফেরে মায়ামি। নিশ্চিত হারের ম্যাচে পয়েন্ট আদায় করে নেন মেসিরা।পয়েন্ট হারালেও ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেই অবস্থান করছে সুলিভানরা। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে টেবিলের ছয়ে অবস্থান মেসিদের।