'আমার পরিচয়'
১। 'আমার পরিচয়' কবিতার রচয়িতা কে?
উত্তর : 'আমার পরিচয়' কবিতার রচয়িতা সৈয়দ শামসুল হক।
২। সৈয়দ শামসুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর :সৈয়দ শামসুল হক কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন।
৩। 'আমার পরিচয়' কবিতার কবি কোন ভাষায় কথা বলেন?
উত্তর : 'আমার পরিচয়' কবিতার কবি বাংলা ভাষায় কথা বলেন।
৪। 'আমার পরিচয়' কবিতার কবি হাজার বছর কোথা দিয়ে চলেন?
উত্তর : 'আমার পরিচয়' কবিতার কবি হাজার বছর বাংলার আলপথ দিয়ে চলেন।
৫। 'আমার পরিচয়' কবিতায় কতটি নদীর কথা বলা হয়েছে?
উত্তর : 'আমার পরিচয়' কবিতায় তেরো শত নদীর কথা বলা হয়েছে।
৬। বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শনের নাম কী?
উত্তর : বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ।
৭। চর্যাপদ-এর পান্ডুলিপি কোন দেশ থেকে উদ্ধার করা হয়?
উত্তর : চর্যাপদ-এর পান্ডুলিপি নেপাল দেশ থেকে উদ্ধার করা হয়।
৮। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কোন গ্রন্থ থেকে 'আমার পরিচয়' শীর্ষক কবিতাটি চয়ন করা হয়েছে?
উত্তর : সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কিশোর কবিতা সমগ্র থেকে 'আমার পরিচয়' শীর্ষক কবিতাটি চয়ন করা হয়েছে।
৯। 'আমার পরিচয়' কবিতার কবি কীসের অক্ষরগুলো থেকে এসেছেন?
উত্তর : 'আমার পরিচয়' কবিতার কবি চর্যাপদের অক্ষরগুলো থেকে এসেছেন।
১০। 'আমার পরিচয়' কবিতার কবি কার ডিঙার বহর থেকে এসেছেন?
উত্তর : 'আমার পরিচয়' কবিতার কবি সওদাগরের ডিঙার বহর থেকে এসেছেন।
১১। 'আমার পরিচয়' কবিতার কবি কাদের বিদ্রোহী গ্রাম থেকে এসেছেন?
উত্তর : 'আমার পরিচয়' কবিতার কবি কৈবর্তদের বিদ্রোহী গ্রাম থেকে এসেছেন।
১২। কবি কী নামে চিত্রকলার থেকে এসেছেন?
উত্তর : কবি পালযুগ নামের চিত্রকলার থেকে এসেছেন।
১৩। 'আমার পরিচয়' কবিতার কবি কোন বৌদ্ধবিহার থেকে এসেছেন?
উত্তর : 'আমার পরিচয়' কবিতার কবি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে এসেছেন।
১৪। 'আমার পরিচয়' কবিতায় বরেন্দ্রভূমের কোন স্থানের উলেস্নখ রয়েছে?
উত্তর : 'আমার পরিচয়' কবিতায় বরেন্দ্রভূমের সোনায় মসজিদের উলেস্নখ রয়েছে।
১৫। 'আমার পরিচয়' কবিতার কবি পেছনে কী ফেলে এসেছেন?
উত্তর : 'আমার পরিচয়' কবিতার কবি পেছনে হাজার চরণচিহ্ন ফেলে এসেছেন।
১৬। 'আমার পরিচয়' কবিতায় উলিস্নখিত বাঙালি জাতির বীজমন্ত্রটি কী?
উত্তর : 'আমার পরিচয়' কবিতায় উলিস্নখিত বাঙালি জাতির বীজমন্ত্রটি হলো 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'।
১৭। 'আমার পরিচয়' কবিতায় উলিস্নখিত বাংলা ভাষা ও সাহিত্য-ঐতিহ্যের প্রথম নিদর্শনটি কী?
উত্তর : 'আমার পরিচয়' কবিতায় উলিস্নখিত বাংলা ভাষা ও সাহিত্য-ঐতিহ্যের প্রথম নিদর্শনটি হলো চর্যাপদ।
১৮। চর্যাপদ-এর পান্ডুলিপি উদ্ধার করেন কে?
উত্তর : চর্যাপদ-এর পান্ডুলিপি উদ্ধার করেন হরপ্রসাদ শাস্ত্রী।
১৯। চর্যাপদ কখন রচিত হয়?
উত্তর : চর্যাপদ ছয়শত থেকে এগারোশ শতকের মধ্যে রচিত হয়।
২০। কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কী?
উত্তর : কৈবর্ত বিদ্রোহের নেতার নাম দিব্য বা দিব্বোক।
২১। কবি কোন যুগের চিত্রকলা থেকে এসেছেন?
উত্তর : কবি পাল যুগের চিত্রকলা থেকে এসেছেন।
২২। কবি কোন বিদ্রোহী গ্রাম থেকে আসার কথা বলেছেন?
উত্তর : কবি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আসার কথা বলেছেন।