গুলিস্তানে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের দলীয় কেন্দ্রীয় কার্যালয় এলাকায়ে মিছিল বের করে স্লোগান দিতে থাকে। মিছিলের সময় ১১ নেতাকর্মী আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা জানান, তারা আওয়ামী লীগের নামে স্লোগান দিয়ে মিছিল করেছিল৷ এসময় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। এ এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে দলটি রাজধানীতে কিছু ঝটিকা মিছিল করলেও ঘুরে দাঁড়াতে পারেনি। এর মধ্যেই গত ১০ মে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সন্ত্রাসবিরোধী আইনে এই নিষেধাজ্ঞার ফলে এখন আওয়ামী লীগের নামে কোনো কর্মকাণ্ড চালানো আইনত অপরাধ।