শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির পড়াশোনা (প্রাথমিক বিজ্ঞান)

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
  ১৯ মে ২০২২, ০০:০০

আজ জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করা হলো

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১। ১৮০০ সালের শুরুর দিকে বিশ্বের জনসংখ্যা কত ছিল?

উত্তর : ১৮০০ সালের শুরুর দিকে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় ১০০ কোটি।

২। বর্তমানে পৃথিবীর লোকসংখ্যা কত?

উত্তর : বর্তমানে পৃথিবীর লোকসংখ্যা প্রায় ৭০০ কোটি।

৩। জনসংখ্যার ঘনত্ব কী?

উত্তর : জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোকসংখ্যা।

৪। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র লেখো।

উত্তর : নসংখ্যার ঘনত্ব = মোট জনসংখ্যা / ক্ষেত্রফল।

৫। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণ কী?

উত্তর : কলকারখানা এবং যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস বায়ুদূষণ সৃষ্টি করে, ফলে পৃথিবীর উষ্ণতা বাড়ে।

৬। জৈব প্রযুক্তি ব্যবহার করে কোন ধরনের ফসল উদ্ভাবন করা সম্ভব হচ্ছে?

উত্তর: জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টিসম্পন্ন, রোগ প্রতিরোধ এবং অধিক উৎপাদনশীল ফসল উদ্ভাবন করা সম্ভব হচ্ছে।

৭। 'হাইব্রিড গাড়ি' কাকে বলে?

উত্তর: যে সব গাড়ি বিদু্যৎ ও তেল উভয় জ্বালানি ব্যবহার করে চলতে পারে তাদের 'হাইব্রিড গাড়ি' বলে।

৮। একটি নবায়নযোগ্য শক্তির উৎসের নাম লেখো।

উত্তর : একটি নবায়নযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি।

৯। অধিক খাদ্য উৎপাদনে কোনটির ভূমিকা রয়েছে?

উত্তর : অধিক খাদ্য উৎপাদনে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা রয়েছে।

১০। মানুষ বন উজাড় করছে কেন?

উত্তর : বাড়তি শস্য উৎপাদন এবং পশুপালনের জন্য মানুষ বন উজাড় করছে।

১১। বনভূমি ধ্বংসের ফলে কী হয়?

উত্তর : বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় এবং ভূমিধ্বস হয়।

১২। জমিতে অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারে কোন দূষণ ঘটে?

উত্তর : জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার মাটি এবং পানিদূষণ ঘটায়।

১৩। ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?

উত্তর : ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন।

১৪। বাংলাদেশের ক্ষেত্রফল কত?

উত্তর : বাংলাদেশের ক্ষেত্রফল ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।

১৫। ১৯৯১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?

উত্তর : ১৯৯১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১২ কোটি ১৪ লাখ।

১৬। জনসংখ্যা বৃদ্ধি পেলে কিসের চাহিদা বাড়বে?

উত্তর : জনসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সেবা, ভূমি, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন এবং প্রাকৃতিক সম্পদের চাহিদা বাড়বে।

১৭। পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি ক্ষতিকর প্রভাব লেখো।

উত্তর : পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির ৩টি ক্ষতিকর প্রভাব হলো-

১. বায়ুদূষণ, ২. পানিদূষণ ও ৩. মাটিদূষণ।

১৮। আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়?

উত্তর : আত্মকর্মসংস্থান বলতে নিজের উদ্যোগে অর্থ উপার্জন করাকে বোঝায়।

১৯। মানুষের তিনটি মৌলিক চাহিদার নাম লেখো?

উত্তর : মানুষের তিনটি মৌলিক চাহিদার নাম হলো-

১. খাদ্য ২. বস্ত্র ৩. বাসস্থান।

২০। আদমশুমারি কী?

উত্তর : জনসংখ্যার হিসাব জানার জন্য নির্দিষ্ট দিনে ঘরে ঘরে গিয়ে লোক গণনার যে ব্যবস্থা তাই আদমশুমারি।

২১। জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?

উত্তর : প্রতি একক জায়গায় বসবাসরত মোট জনসংখ্যাকে জনসংখ্যার ঘনত্ব বলা হয়।

২২। জনসংখ্যার ঘনত্ব কীভাবে নির্ণয় করা যায়?

উত্তর : কোন স্থানের মোট জনসংখ্যাকে ওই স্থানের ক্ষেত্রফল দ্ধারা ভাগ করে খুব সহজেই জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করা যায়।

২৩। বাংলাদেশের প্রধান সমস্যা কী?

উত্তর : বাংলাদেশের প্রধান সমস্যা হলো অতিরিক্ত জনসংখ্যা।

২৪। ১৯৬১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?

উত্তর : ১৯৬১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ৫ কোটি।

২৫। চিকিৎসা ক্ষেত্রে অধিক জনসংখ্যার প্রভাব লেখো।

উত্তর : আমাদের জনসংখ্যার তুলনায় ডাক্তার ও নার্স প্রয়োজনের চেয়ে কম। অধিক জনসংখ্যার কারণে গ্রাম ও শহরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ও হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার চাহিদা বাড়ছে। সীমিত সম্পদে এ বাড়তি চাহিদা মেটানো যাচ্ছে না।

২৬। জনসংখ্যা বাড়লে পরিবেশের ওপর কী প্রতিক্রিয়া হয়?

উত্তর : জনসংখ্যা বাড়লে মাটি, পানি, বায়ু ও গাছপালার ওপর ক্ষতিকারক প্রভাব পড়ে। অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করে। অবাধে ও অপরিকল্পিত হারে বন উজাড় হয়। চাহিদা পূরণের জন্য খাদ্য উৎপাদনের দরকার হয়।

২৭। জনসংখ্যা কী?

উত্তর : কোনো দেশের ছোট বড়, ছেলেমেয়ে ও পুরুষ-মহিলা মিলে যে মোট লোকসংখ্যা হয় তাই জনসংখ্যা।

২৮। কীভাবে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব?

উত্তর : উপযুক্ত কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনসম্পদ তৈরি করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

২৯। মানুষ এখন তেল-গ্যাসের পরিবর্তে কোন শক্তি ব্যবহার করছে?

উত্তর : মানুষ এখন তেল-গ্যাসের পরিবর্তে সৌরশক্তি ও পারমাণবিক শক্তি ব্যবহার করছে।

৩০। পরিবেশকে বাসযোগ্য রাখার দায়িত্ব কার?

উত্তর : বুদ্ধি ও জ্ঞানের জন্যই মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। মানুষই পারে পরিবেশকে নিয়ন্ত্রণ করে নিজের ব্যবহার উপযোগী করে তুলতে। তাই পরিবেশকে বাসযোগ্য রাখার দায়িত্ব মানুষের।

৩১। জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরের একটি প্রক্রিয়া লেখো।

উত্তর : বিজ্ঞানভিত্তিক এবং কারিগরি শিক্ষাবিস্তারের মাধ্যমে জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করা যায়।

৩২। জীববৈচিত্র্য হ্রাসের একটি কারণ লেখো।

উত্তর : জীববৈচিত্র্য হ্রাসের একটি কারণ অধিক হারে গাছ কেটে ফেলা।

৩৩। আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়?

উত্তর : নিজের উদ্যোগে অর্থ উপার্জন করা।

৩৪। ভূমিক্ষয়ের প্রধান কারণ কী?

উত্তর : বনভূমি ধ্বংস হয়ে যাওয়া।

৩৫। হাইব্রিড গাড়িতে কোন দুটি জ্বালানি ব্যবহৃত হয়?

উত্তর : বিদু্যৎ ও তেল।

৩৬। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ধীরে ধীরে কমে যাওয়ার কারণ কী?

উত্তর : জনসংখ্যা বৃদ্ধি।

৩৮। মানুষের দুটি মৌলিক চাহিদার কী কী?

উত্তর : মানুষের দুটি মৌলিক চাহিদার নাম হলো- খাদ্য ও বাসস্থান।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে