আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো
প্রথম অধ্যায়
৯০. নিচের কোনটি দেহের গঠনগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি নয়?
ক) মুখের চেহারা খ) চোখের আইরিশ
গ) কণ্ঠস্বর ঘ) শিরা
উত্তর : গ) কণ্ঠস্বর
৯১. যে প্রযুক্তির মাধ্যমে ব্যক্তির শারীরিক আচরণিক বৈশিষ্ট্য চিহ্নিত করা হয় তাকে কী বলে?
ক) ন্যানো টেকিনোলজি
খ) বায়োইনফরমেট্রিক্স
গ) বায়োমেট্রিক্স
ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উত্তর : গ) বায়োমেট্রিক্স
৯২. বায়োমেট্রিক্স পদ্ধতিতে জীবের ডেটা সংরক্ষিত হয়-
ক) কম্পিউটারে খ) মোবাইলে
গ) ডেটাবেজে ঘ) ডিভাইসে
উত্তর : গ) ডেটাবেজে
৯৩. বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহারের ফলে-
ক) ব্যক্তির গোপনীয়তা রক্ষা করা যায়
খ) ব্যক্তির গোপনীয়তা রক্ষা করা যায় না
গ) ব্যক্তির গোপনীয়তা শতভাগ রক্ষা করা যায়
ঘ) ব্যক্তি শনাক্তকরণ শতভাগ হয়ে থাকে
উত্তর : খ) ব্যক্তির গোপনীয়তা রক্ষা করা যায় না
৯৪. কম্পিউটার সিস্টেমে পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়-
র) ফিঙ্গার প্রিন্ট
রর) ফেস রিকগনিশন
ররর) মুখের ছবি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
৯৫. বায়োমেট্রিক্স সিস্টেমে বায়োলজিক্যাল ডেটা হলো-
র) আইরিশ
র) হাতের রেখা
ররর) হ্যান্ড জিওমেট্রি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
৯৬. বায়োমেট্রিক্স সিস্টেমে বায়োলজিক্যাল ডেটা হলো-
র) চলাফেরা
রর) ব্যক্তির আচরণ
ররর) শিরা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
৯৭. বায়োমেট্রিক্স সিস্টেমের প্রকারভেদ হলো-
র) চযুংরড়ষড়মরপধষ
রর) ইবযধারড়ঁৎধষ
ররর) ঘধঃঁৎধষ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ক) র ও রর
৯৮. শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্স হলো-
র) আইরিশ
রর) হাতের রেখা
ররর) হ্যান্ড জিওমেট্রি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
৯৯. আচরণগত বায়োমেট্রিক্স হলো-
র) স্বাক্ষর
রর) কী-স্ট্রোক
ররর) মুখের কথা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
১০০. শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স হলো-
র) আইরিশ
রর) হাতের রেখা
ররর) শিরা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
১০১. বায়োমেট্রিক্স পদ্ধতির কাজ হলো-
র) ব্যক্তি শনাক্তকরণ
রর) সত্যা সত্য নির্ধারণ
ররর) নিরাপত্তা নিশ্চিতকরণ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
১০২. বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে-
র) জাতীয় পরিচয় পত্রে
রর) পাসপোর্টে
ররর) জন্ম নিবন্ধনে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে পরবর্তী প্রশ্নটির উত্তর দাও।
আইসিটি শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলো নিভিয়ে নিয়ে গেল সমুদ্র সৈকতে যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল।
১০৩. শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়োগ দ্বারা ল্যাবে প্রবেশ করল?
ক) আঙ্গুলের ছাপ খ) মুখের গড়ন
গ) কণ্ঠস্বর ঘ) রেটিনা
উত্তর : ঘ) রেটিনা
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়