শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবিতে সেমিনার

ম শিক্ষা জগৎ ডেস্ক
  ১৮ আগস্ট ২০২২, ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৬ আগস্ট মাসিক সেমিনার সিরিজ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিভাগের হলরুমে 'আন্ডারস্ট্যান্ডিং পলিসি প্রসেসেস ইন অথোরিটারিয়ান রিজিমস: অ্যা কম্পারেটিভ স্টাডি অব থাইল্যান্ড অ্যান্ড মিয়ানমার' শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে এই উদ্যোগের যাত্রা শুরু হয়। মাসিক সেমিনার সিরিজ বিষয়ে বিভাগের চেয়ারপারসন ডক্টর তাসনিম সিদ্দিকী বক্তব্য প্রদান করেন। সিরিজের প্রথম সেমিনারে 'কর্তৃত্ববাদের নীতি প্রণয়ন প্রক্রিয়া অনুধাবন: থাইল্যান্ড ও মিয়ানমার অধ্যয়ন' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদের সঞ্চালনায় এবং বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর গোবিন্দ চক্রবর্তীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে