রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
বিজ্ঞান

অষ্টম শ্রেণির পড়াশোনা

অষ্টম শ্রেণির পড়াশোনা
  ০৭ জুলাই ২০২৩, ০০:০০
অষ্টম শ্রেণির পড়াশোনা
অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রথম অধ্যায়

১. কোনটি গড়ষষঁংপধ পর্বের প্রাণী?

ক. কাঁকড়া খ. জোঁক

গ. তারামাছ ঘ. ঝিনুক

উত্তর: ঘ. ঝিনুক

২. স্কাইফা ও হাইড্রা উভয়ই-

র. দ্বিস্তরী রর. বহুকোষী ররর. সুগঠিত তন্ত্রবিহীন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: গ. রর ও ররর

৩. প্রাণিজগতে কোন পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি?

ক. মলাস্কা খ. আর্থোপোডা

গ. কর্ডাটা ঘ. অ্যানেলিডা

উত্তর:খ. আর্থোপোডা

৪. কোন প্রাণীর দেহে হিমোসিল থাকে?

ক. প্রজাপতি খ. কেঁচো

গ. জোঁক ঘ. তারামাছ

উত্তর:ক. প্রজাপতি

৫. কোনটি উভচর প্রাণীর বৈশিষ্ট্য?

ক. বাচ্চা প্রসব করা খ. বুকে ভর দিয়ে চলা

গ. শীতল রক্তবিশিষ্ট

ঘ. ত্বক মসৃণ ও গ্রন্থিযুক্ত

উত্তর:গ. শীতল রক্তবিশিষ্ট

৬. কোন পর্বের প্রাণীরা 'স্পঞ্জ' নামে পরিচিত?

ক. পরিফেরা

খ. নিডারিয়া

গ. নেমাটোডা

ঘ. মলাস্কা

উত্তর:ক. পরিফেরা

৭. প্রাণিজগতের বৃহত্তম পর্ব কোনটি?

ক. মলাস্কা

খ. পরিফেরা

গ. ভার্টিব্রাটা

ঘ. আর্থ্রোপোডা

উত্তর:ঘ. আর্থ্রোপোডা

৮. শ্রেণিবিন্যাসের জনক কে?

ক. ক্যারোলাস লিনিয়াস

খ. অ্যারিস্টটল

গ. থিওফ্রাসটাস ঘ. জন রে

উত্তর: ক. ক্যারোলাস লিনিয়াস

৯. কেঁচো কোন পর্বের প্রাণী?

ক. পরিফেরা খ. নিডারিয়া

গ. নেমাটোডা ঘ. অ্যানেলিডা

উত্তর: ঘ. অ্যানেলিডা

১০. পস্নাটিহেলমিনথিস পর্বের রেচন অঙ্গ কী?

ক. শিখা কোষ খ. হিমোসিল

গ. নেফ্রিডিয়া ঘ. টেলোফেজ

উত্তর: ক. শিখা কোষ

১১. কোন প্রাণীটি অরীয় প্রতিসম?

ক. তারামাছ খ. ঝিনুক

গ. কাঁকড়া ঘ. হাইড্রা

উত্তর : ক. তারামাছ

১২. কোন প্রাণীর দেহে শিখা কোষ থাকে?

ক. কাঁকড়া খ. কেঁচো

গ. গোলকৃমি ঘ. ফিতাকৃমি

উত্তর: ঘ. ফিতাকৃমি

১৩. অদ্যবধি কত লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে?

ক. ১৫ খ. ১২

গ. ১৩ ঘ. ১১

উত্তর: ক. ১৫

১৪. অ্যানিম্যালিয়া জগৎকে কয়টি পর্বে ভাগ করা যায়?

ক. ৫ খ. ৬

গ. ৭ ঘ. ৯

উত্তর: ঘ. ৯

১৫. কোন প্রাণীটির দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত?

ক. হাইড্রা খ. প্রজাপতি

গ. স্কাইফা ঘ. যকৃত কৃমি

উত্তর:গ. স্কাইফা

১৬. কর্ডাটাকে কয়টি উপপর্বে বিভক্ত করা হয়?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

উত্তর:খ. ৩

১৭. একাইনোডার্মাটা পর্বের প্রাণী কোনটি?

ক. তারামাছ খ. আরশোলা

গ. হাইড্রা ঘ. শামুক

উত্তর: ক. তারামাছ

১৮. কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক?

ক. নেমাটোডা খ. অ্যানেলিডা

গ. আর্থোপোডা ঘ. একাইনোডার্মাটা

উত্তর:ঘ. একাইনোডার্মাটা

১৯. কোন প্রাণীর দেহ নলাকার ও খন্ডায়িত?

ক. কেঁচো খ. চিংড়ি

গ. ঝিনুক ঘ. গোলাকৃমি

উত্তর:ক. কেঁচো

২০. সিটা কোনটির চলনাঙ্গ?

ক. কেঁচো খ. শামুক

গ. টিকটিকি ঘ. সাপ

উত্তর: ক. কেঁচো

২১. নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ পাওয়া যায় কোন প্রাণীতে?

ক. শামুক খ. ফিতাকৃমি

গ. জোঁক ঘ. হাইড্রা

উত্তর: গ. জোঁক

২২. কোনটি স্তন্যপায়ী প্রাণী?

ক. দোয়েল খ. উট

গ. কুমির ঘ. টিকটিকি

উত্তর: খ. উট

২৩. কোন প্রাণীটির দেহ পস্ন্যাকয়েড আঁইশ দ্বারা আবৃত?

ক. হাঙ্গর খ. পেট্রোমাইজন

গ. অ্যাসিডিয়া ঘ. ইলিশ মাছ

উত্তর: ক. হাঙ্গর

২৪. তারামাছ কোন পর্বের প্রাণী?

ক. আর্থ্রোপোডা খ. মলাস্কা

গ. একাইনোডারমাটা ঘ. অ্যানেলিডা

উত্তর: গ. একাইনোডারমাটা

২৫. কর্ডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা হয়েছে?

ক. একটি খ. দুটি

গ. তিনটি ঘ. চারটি

উত্তর:গ. তিনটি

২৬. কোন পর্বের প্রাণীতে নিডোবস্নাস্ট থাকে?

ক. নিডারিয়া খ. পরিফেরা

গ. মলাস্কা ঘ. অ্যানেলিডা

উত্তর:ক. নিডারিয়া

২৭. নিচের কোনটি ইউরোকর্ডাটা?

ক. পেট্রোমাইজন খ. অ্যাসিডিয়া

গ. ব্রাঙ্কিওস্টোমা ঘ. ইলিশ

উত্তর: খ. অ্যাসিডিয়া

২৮. নিচের কোন প্রাণীটির পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ?

ক. যকৃত কৃমির খ. ফাইলেরিয়া কৃমির

গ. গোল কৃমির ঘ. কেঁচো কৃমির

উত্তর: ক. যকৃত কৃমির

২৯. নিচের কোনটি হাইড্রার একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়?

ক. এক্টোডার্ম খ. এন্ডোডার্ম

গ. সিলেন্টেরন ঘ. কোষস্তর

উত্তর:গ. সিলেন্টেরন

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে