বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৯ আগস্ট ২০২৩, ০০:০০
জানার আছে অনেক কিছু
ছোট সোনা মসজিদ

প্রশ্ন : হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা এবং সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন-

উত্তর :আলাউদ্দীন হোসেন শাহ (সৈয়দ হোসেন)।

প্রশ্ন :আলাউদ্দীন হোসেন শাহের আমলে বাংলার রাজধানী ছিল-

উত্তর :একডালা (পান্ডুয়ায়)।

প্রশ্ন :বাংলার আকবর বলা হয়-

উত্তর :আলাউদ্দীন হোসেন শাহকে।

প্রশ্ন :আলাউদ্দীন হোসেন শাহের সময়ে সিলেটে আবির্ভাব ঘটে বৈষ্ণব ধর্মের কোন প্রবর্তকের?

উত্তর :শ্রী চৈতন্যদেব।

প্রশ্ন :আলাউদ্দীন হোসেন শাহের সময়ে কারা উচ্চ রাষ্ট্রীয় কাজে নিয়োজিত ছিল?

উত্তর :হিন্দুরা।

প্রশ্ন :কবীন্দ্র পরমেশ্বর ও শ্রীকরনন্দী মহাভারত বাংলায় অনুবাদ করেন-

উত্তর :পরাগল খান ও ছুটি খানের (আলাউদ্দীনের

চট্টগ্রামের সেনাপতি) পৃষ্টপোষকতায়।

প্রশ্ন :গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন-

উত্তর :আলাউদ্দীন হোসেন শাহ।

প্রশ্ন :বাংলাদেশের মুসলিম সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ-

উত্তর :আলাউদ্দীন হোসেন শাহ।

প্রশ্ন :আরাকানদের চট্টগ্রাম হতে বিতাড়িত করেন-

উত্তর :আলাউদ্দীন হোসেন শাহ।

প্রশ্ন :গৌড়ের বড় সোনা মসজিদ কে নির্মাণ করেন?

উত্তর :নুসরত শাহ (আলাউদ্দীন হোসেন শাহের পুত্র)।

প্রশ্ন :সুলতানী যুগের শেষ হয় কার আমলে?

উত্তর :গিয়াসউদ্দীন মাহমুদ শাহ (হোসেন শাহী বংশের শেষ সুলতান)।

প্রশ্ন :বাংলার মামলুক শাসনকর্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন-

উত্তর :তুঘরিল তুগান।

প্রশ্ন :সোনারগাঁও-এ 'নারিকেল দুর্গ' কে নির্মাণ করেন?

উত্তর :তুঘরিল তুগান।

প্রশ্ন :কোন সুলতান শাসকের সময়ে হযরত শাহজালাল

বাংলায় আসেন?

উত্তর : সুলতান শামসুদ্দীন ফিরুজ শাহ (আসল নাম

ফিরুজ ইতগীন)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে