সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নবম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর য়
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

৩৫। আলোচ্য ঐক্যবদ্ধ দলের নির্বাচনি ইশতেহার ছিল

র) বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা

রর) অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা

ররর) জমিদারি প্রথা বিলুপ্ত করা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৩৬। আওয়ামী মুসলিম লীগের অন্যতম দাবি ছিল কোনটি?

ক) সমাজতন্ত্র প্রতিষ্ঠা খ) আঞ্চলিক স্বায়ত্তশাসন

গ) রাজতন্ত্র প্রতিষ্ঠা ঘ) গণতন্ত্রকে নস্যাৎ

উত্তর :খ) আঞ্চলিক স্বায়ত্তশাসন

৩৭। ভাষা আন্দোলন পরবর্তীতে জন্ম দেয়-

র) সামাজিক আন্দোলন

রর) রাজনৈতিক আন্দোলন

ররর) অর্থনৈতিক আন্দোলন

নিচের কোনটি সঠিক?

ক) র খ) র ও রর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :গ) রর ও ররর

৩৮। আইয়ুব খান সামরিক আইন জারি করেন কখন?

ক) ১৯৫৬ খ্রিষ্টাব্দে খ) ১৯৫৭ খ্রিষ্টাব্দে

গ) ১৯৫৮ খ্রিষ্টাব্দে ঘ) ১৯৫৯ খ্রিষ্টাব্দে

উত্তর :গ) ১৯৫৮ খ্রিষ্টাব্দে

৩৯। গণপরিষদের কাজ ব্যাহত হওয়ার যথার্থ কারণ কোনটি?

ক) শাসকগোষ্ঠীর অনীহা খ) রাজনৈতিক অস্থিরতা

গ) প্রাকৃতিক দুর্যোগ ঘ) জনগণের অনীহা

উত্তর :ক) শাসকগোষ্ঠীর অনীহা

নিচের উদ্দীপকের আলোকে ৪০, ৪১ ও ৪২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

শান্তা ঈদের ছুটিতে বেড়াতে যায় ভাষা শহীদ জব্বারের বাড়িতে। সেখানে গিয়ে তার আত্মীয়স্বজনদের সঙ্গে কিছু সময় কাটান এবং সমবেদনা প্রকাশ করেন।

৪০। শান্তা যার বাড়িতে বেড়াতে যায়, তার আত্মত্যাগে কোন দিনটি বাঙালির জীবনে স্মরণীয় হয়ে আছে?

ক) ২১ জানুয়ারি খ) ২১ ফেব্রম্নয়ারি

গ) ৭ মার্চ ঘ) ১৭ এপ্রিল

উত্তর :খ) ২১ ফেব্রম্নয়ারি

৪১। উদ্দীপকের শহীদের সঙ্গে শহীদ হয়নি

ক) মতিউর রহমান খ) সালাম

গ) বরকত ঘ) শফিউর

উত্তর :ক) মতিউর রহমান

৪২। উদ্দীপকের শহীদ জব্বার যে সময়ে শহীদ হন সে সময় পাকিস্তানের শাসক ছিলেন-

র) লিয়াকত আলী

রর) খাজা নাজিম উদ্দিন

ররর) আইয়ুব খান

নিচের কোনটি সঠিক?

ক) র খ) র ও রর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :খ) র ও রর

৪৩। একটি রাষ্ট্রের শাসনকার্য কীভাবে পরিচালিত হয়?

ক) সংবিধানের মাধ্যমে খ) সরকারের মাধ্যমে

গ) আইনের মাধ্যমে ঘ) রাজনৈতিক দলের মাধ্যমে

উত্তর :ক) সংবিধানের মাধ্যমে

৪৪। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে?

ক) ২২১টি খ) ২২২টি

গ) ২২৩টি ঘ) ২২৪টি

উত্তর :গ) ২২৩টি

৪৫। ১৯৬৬ খ্রিষ্টাব্দে কয় দফা দাবি উত্থাপনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের দলে পরিণত হয়?

ক) ছয় দফা খ) সাত দফা

গ) এগার দফা ঘ) একুশ দফা

উত্তর :ক) ছয় দফা

৪৬। জন্ম থেকে আওয়ামী মুসলিম লীগ বিশ্বাসী ছিল-

র) অসাম্প্রদায়িক চেতনায়

রর) সাংস্কৃতিক চেতনায়

ররর) ধর্মনিরপেক্ষ রাজনৈতিক চেতনায়

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :গ) র ও ররর

৪৭। নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল কী?

ক) বই খ) মশাল

গ) মই ঘ) নৌকা

উত্তর :ঘ) নৌকা

৪৮। কীসের মাধ্যমে পূর্ববাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার ধারা সৃষ্টি হয়?

ক) ভাষা আন্দোলনের মাধ্যমে

খ) ন্যায়বোধের মাধ্যমে

গ) ১৯৫৪-এর নির্বাচনের মাধ্যমে

ঘ) ১৯৭০-এর নির্বাচনের মাধ্যমে

উত্তর :গ) ১৯৫৪-এর নির্বাচনের মাধ্যমে

৪৯। ঢাকার রোজ গার্ডেনের কর্মী সম্মেলনে কয়জন শীর্ষ পর্যায়ের প্রতিনিধি অংশ নেয়?

ক) একশ' খ) দুইশ'

গ) তিনশ' ঘ) চারশ'

উত্তর :(খ) দুইশ'

৫০। মুসলিম লীগের বিরোধীপক্ষরা কীসে এগিয়ে আসেন?

ক) জোট গঠনে খ) রাজনৈতিক দল গঠনে

গ) আন্দোলন গড়ে তুলতে ঘ) শিক্ষা ক্ষেত্রে

উত্তর : খ) রাজনৈতিক দল গঠনে

৫১। দেশে মারাত্মক সংকট সৃষ্টির যথার্থ কারণ কোনটি?

ক) মুসলিম লীগের ভ্রান্ত নীতি

খ) শ্রমিক লীগের ভ্রান্ত নীতি

গ) কৃষক লীগের ভ্রান্ত নীতি

ঘ) আওয়ামী লীগের ভ্রান্ত নীতি

উত্তর : ক) মুসলিম লীগের ভ্রান্ত নীতি

৫২। ১৯৪৭ খ্রিষ্টাব্দে পাকিস্তান সৃষ্টির সময় পূর্ব বাংলার বিদ্যমান রাজনৈতিক দলের মধ্যে সমর্থনযোগ্য-

র) মুসলিম লীগ রর) জাতীয় কংগ্রেস ররর) কমিউনিস্ট পার্টি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে