চতুর্দশ অধ্যায়
৮৯. বাস্তুতন্ত্র হলো-
র. উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা
রর. জড় ও জীব পরিবেশের নিবিড় সম্পর্ক
ররর. জীব সম্প্রদায়ের সাথে পরিবেশের আন্তঃসম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর ও ররর
গ. ররর ঘ. র ও ররর
উত্তর:খ. রর ও ররর
৯০. বাস্তুতন্ত্রের ক্ষেত্রে-
র. মোটামুটি স্বনিয়ন্ত্রিত
রর. স্বয়ংসম্পূর্ণ একক
ররর. ভারসাম্য প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৯১ ও৯২ নং প্রশ্নের উত্তর দাও :
সিডরের ফলে সুন্দরবনে হরিণের সংখ্যা উলেস্নখযোগ্য হারে কমে গেল।
৯১. কমে যাওয়া প্রাণীটি খাদ্য শৃঙ্খলের কোন স্তরের অন্তর্ভুক্ত?
ক. উৎপাদক খ. ১ম স্তরের খাদক
গ. ২য় স্তরের খাদক ঘ. ৩য় স্তরের খাদক
উত্তর:খ. ১ম স্তরের খাদক
৯২. উক্ত ঘটনার ফলে-
র. বাঘের খাদ্যাভাব দেখা দেবে
রর. বাঘের সংখ্যা কমে যাবে
ররর. বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. ররর ঘ. রর ও ররর
উত্তর:ঘ. রর ও ররর
পৃথিবী ও মহাকর্ষ
পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
মহাকর্ষ : বিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে মহাকর্ষ বলে।
নিউটনের মহাকর্ষ সূত্র : মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এ আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। যেমন : স১ ও স২ ভরের দুটি বস্তু পরস্পর থেকে ফ দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যকার আকর্ষণ বল, ঋ = এ স১স২ফ২
এখানে, এ একটি সমানুপাতিক ধ্রম্নবক। একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রম্নবক বলে।
বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রম্নবক : এক কিলোগ্রাম ভরের দুটি বস্তু এক মিটার দূরত্বে স্থাপন করলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে, তাকে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রম্নবক বলে।
অভিকর্ষ : পৃথিবী এবং অন্য বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে অভিকর্ষ বলে।
অভিকর্ষজ ত্বরণ : অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। একে ম দ্বারা প্রকাশ করা হয়। এর একক মিটার/সেকেন্ড২। মহাকর্ষ সূত্র অনুসারে, ম = এগফ২
এই সমীকরণে ডান পাশে বস্তুর ভর স অনুপস্থিত। সুতরাং, অভিকর্ষজ ত্বরণ বস্তু নিরপেক্ষ। এখানে এ বিশ্বজনীন মহাকর্ষ ধ্রম্নবক এবং গ পৃথিবীর ভর যা একটি ধ্রম্নবক। তাই ম পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ফ এর ওপর নির্ভর করে। অতএব, ম এর মান স্থান নিরপেক্ষ নয়।
অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন : পৃথিবীর কেন্দ্র থেকে ভূ-পৃষ্ঠের দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ জ হলে ভূপৃষ্ঠে ম = এগজ২ যেখানে জ ধ্রম্নবক নয়।
ভর : ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। বস্তুর ভর বস্তুর অবস্থান, আকৃতি ও গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না। এর একক কিলোগ্রাম বা কেজি (শম)।
ওজন : কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাকে বস্তুর ওজন বলে।
বস্তুর ওজন = বস্তুর ভর ক্ম অভিকর্ষজ ত্বরণ
বা, ড= সম।
পৃথিবীর বিভিন্ন স্থানে ও পৃথিবীর বাইরে বস্তুর ওজন পরিবর্তিত হয়। ওজনের একক হলো নিউটন।
জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর
প্রশ্ন: দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিনগুণ বাড়ালে তাদের আকর্ষণ বলের কী পরিবর্তন হবে এবং কেন পরিবর্তন হবে?
উত্তর :দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিনগুণ বাড়ালে তাদের আকর্ষণ বল কমে যাবে।
এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান শুধু বস্তুদ্বয়ের ভর এবং তাদের মধ্যকার দূরত্বের ওপর নির্ভর করে। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী, এই আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুটি বস্তুর ভর যদি স১ ও স২ হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি ফ হয়, তবে বস্তু দুটির আকর্ষণ বলের মান, ঋ = এ স১স২ফ২ সুতরাং, বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব যদি তিনগুণ বাড়ানো হয়, তাহলে ঋ = এ স১স২(৩ফ)২ = ১৯ এ স১স২ফ২ তাই দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিনগুণ বাড়ালে তাদের আকর্ষণ বল ৯ ভাগের এক ভাগ হয়ে কমে যাবে।
প্রশ্ন: দাঁড়িপালস্নায় মাপলে কোনো বস্তুর ভর পৃথিবী ও চাঁদে সমান হবে কেন? ব্যাখ্যা কর।
উত্তর: ভর হলো কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণ। বস্তুর এই ধর্ম এর অবস্থান, আকৃতি ও গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না। পৃথিবী বা এর বাইরে যেকোনো স্থানে নিয়ে গেলেও এর ভরের কোনো পরিবর্তন হবে না। তাই দাঁড়িপালস্নায় মাপলে কোনো বস্তুর ভর পৃথিবী ও চাঁদে সমান হবে। কোনোরূপ পরিবর্তন হবে না।
প্রশ্ন: পৃথিবীর মেরু অঞ্চল ও বিষুব অঞ্চলে একই বস্তুর ওজনে পার্থক্য দেখা যায় কেন?
উত্তর:পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ জ হলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, ম = এগজ২
যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধ জ ধ্রম্নবক নয়। সুতরাং, ভূপৃষ্ঠে ম-এর মান সমান নয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ জ-এর মান সবচেয়ে কম বলে সেখানে ম-এর মান সবচেয়ে বেশি ৯.৮৩ মিটার/সেকেন্ড২। মেরু থেকে বিষুব অঞ্চলের দিকে জ-এর মান বাড়তে থাকায় ম-এর মান কমতে থাকে। বিষুব অঞ্চলে জ-এর মান সবচেয়ে বেশি বলে সেখানে ম-এর মান সবচেয়ে কম, প্রায় ৯.৭৮ মিটার/সেকেন্ড২।
সুতরাং, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সমান নয় বলে মেরু ও বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজনের তারতম্য হয়। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়