প্রশ্ন :সংস্কৃতি কী? আমাদের সংস্কৃতির চারটি বিশেষ দিক উলেস্নখ কর।
উত্তর : আমরা যা কিছু করি তাই সংস্কৃতি। আমাদের সংস্কৃতির চারটি বিশেষ দিক নিচে উলেস্নখ করা হলো :
১। বাঙালি মেয়েদের প্রধান পোশাক শাড়ি আর ছেলেদের লুঙ্গি।
২। আমাদের প্রধান খাদ্য ভাত।
৩। আমরা যে কোনো আনন্দ অনুষ্ঠান মিষ্টি দিয়ে উদযাপন করে থাকি।
৪। জারি, সারি, বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া হলো আমাদের প্রধান লোকগান।
প্রশ্ন :তোমার এলাকায় আজ দেশীয় সংস্কৃতি হুমকির সম্মুখীন। এ সংস্কৃতি রক্ষায় তোমার ৫টি করণীয় উলেস্নখ কর।
উত্তর :নিজ এলাকার সংস্কৃতি রক্ষায় আমার ৫টি করণীয় নিম্নে উলেস্নখ করা হলো :
১। এলাকায় দেশীয় সংস্কৃতির যথার্থ দিক সবাইকে অবগত করব।
২। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে আমাদের দেশীয় সংস্কৃতি-উপস্থাপন করব।
৩। বাংলা নববর্ষ উপলক্ষে এলাকায় বৈশাখী মেলার আয়োজন করব।
৪। জাতীয় উৎসবগুলোতে লোকগানের আয়োজন করব।
৫। এলাকার ছোটবড় সবাইকে দেশীয় সংস্কৃতি ধারণ করতে উৎসাহিত করব।
কাজের মর্যাদা
প্রশ্ন :কায়িক শ্রমভিত্তিক একটি কাজের নাম লেখ।
উত্তর :কায়িক শ্রমভিত্তিক একটি কাজ হলো রিকশা চালানো।
প্রশ্ন :হাসপাতালে কী ধরনের পেশামূলক কাজ করা হয়?
উত্তর :হাসপাতালে সেবামূলক কাজ করা হয়।
প্রশ্ন : আইনি পেশার উদ্দেশ্য কী?
উত্তর :আইনি পেশার উদ্দেশ্য হলো মানবসমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যার যৌক্তিক সমাধান।
প্রশ্ন :কীভাবে আমরা সকল পেশার মানুষকে সম্মান করতে পারি?
উত্তর :ভালো ব্যবহারের মাধ্যমে এবং ক্ষেত্র অনুযায়ী উপযুক্ত পারিশ্রমিক প্রদানের মাধ্যমে আমরা সকল পেশার মানুষকে সম্মান করতে পারি।
প্রশ্ন :কোন কাজটিকে তোমার সবচেয়ে কঠিন মনে হয়?
উত্তর :রিকশা চালানোর কাজটিকে আমার সবচেয়ে কঠিন মনে হয়।
প্রশ্ন :তুমি ভবিষ্যতে কোন পেশায় কাজ করতে চাও?
উত্তর :আমি ভবিষ্যতে শিক্ষকতা পেশায় কাজ করতে চাই।
বাম অংশের সাথে ডান অংশ মিলকরণ
ক) সমাজে মানুষ নানা প্রয়োজনে আমরা দরকারি জিনিসপত্র ক্রয় করি।
খ) সমাজে সব পেশার ভালো ব্যবহার করব।
গ) শ্রমকে আমরা পরস্পরের ওপর নির্ভরশীল।
ঘ) সব পেশার মানুষের সাথে শ্রদ্ধা করব।
ঙ) ব্যবসায়ীর কাছ থেকে গুরুত্ব রয়েছে।
উত্তর :
ক) সমাজে মানুষ নানা প্রয়োজনে পরস্পরের ওপর নির্ভরশীল।
খ) সমাজে সব পেশার গুরুত্ব রয়েছে।
গ) শ্রমকে আমরা শ্রদ্ধা করব।
ঘ) সব পেশার মানুষের সাথে ভালো ব্যবহার করব।
ঙ) ব্যবসায়ীর কাছ থেকে আমরা দরকারি জিনিসপত্র ক্রয় করি।
শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়
ক) মাঝিরা নৌকা দিয়ে মালামাল আনা নেওয়া করে।
খ) গৃহকর্মীরা নিজের প্রয়োজন অনুযায়ী নানা কাজ করেন।
গ) শ্রমিকরা অফিস আদালতে কাজ করেন।
ঘ) মানুষ সরকারি ও বেসকারি অফিস থেকে বিভিন্ন তথ্য জানতে পারে।
ঙ) পুলিশ যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উত্তর : ক) 'শুদ্ধ' খ) 'অশুদ্ধ' গ) 'অশুদ্ধ' ঘ) 'শুদ্ধ' ঙ) 'শুদ্ধ'।
শূন্যস্থান পূরণ
ক) প্রত্যেক পেশার মানুষ দিয়ে থাকেন।
খ) সব ধরনের পেশাকে আমাদের দিতে হবে।
গ) পরিবহণের জন্য আমরা যানবাহন ব্যবহার করি।
ঘ) অফিসকর্মীরা প্রয়োজনে ও ব্যবহার করেন।
ঙ) বিচারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উত্তর :ক) শ্রম খ) মর্যাদা গ) মালামাল ঘ) কম্পিউটার, ইন্টারনেট
ঙ) আইনজীবীরা।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প কোনটি?
ক. চা শিল্প খ. রাবার শিল্প
গ. সার শিল্প ঘ. পোশাক শিল্প
উত্তর :ঘ. পোশাক শিল্প
২. পরিচ্ছন্নতাকর্মীর কাজ কী?
ক. মাটি কাটা
খ. নিরাপদ পানির ব্যবস্থা করা
গ. পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা
ঘ. মালামাল বহন করা
উত্তর :গ. পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা
৩. রিকশা, বাস, ট্রাক, ট্যাক্সি ইত্যাদি যানবাহনের সাথে জড়িত লোকজনকে কী বলা হয়?
ক. পরিবহণ শ্রমিক খ. পরিচ্ছন্নতাকর্মী
গ. কারখানার শ্রমিক ঘ. অফিস কর্মী
উত্তর :ক. পরিবহণ শ্রমিক
৪. শিল্পকারখানায় কারা কাজ করেন?
ক. ধোপা খ. শ্রমিক
গ. মাঝি ঘ. গৃহকর্মী
উত্তর :খ. শ্রমিক
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়