সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

এসএসসির বাংলা প্রথমপত্র

মোচ্ছা. রুবিনা খাতুন, সহকারী শিক্ষক, দখিনা রূপকারী উচ্চ বিদ্যালয় বাগাইছড়ি, রাঙামাটি
  ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০
এসএসসির বাংলা প্রথমপত্র

১. 'পিতা-মাতার নীরব হৃদয়ভার' বলতে 'সুভা' গল্পে মা-বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে?

ক. মমতা খ. ভালোবাসা

গ. ব্যাকুলতা ঘ. দুশ্চিন্তা

উত্তর :ঘ. দুশ্চিন্তা

২. 'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন কেন?

ক. মানসিক সুস্থতার জন্য

খ. শারীরিক সুস্থতার জন্য

গ. উচ্চশিক্ষা অর্জনের জন্য

ঘ. জ্ঞানে বড় হওয়ার জন্য

উত্তর :ক. মানসিক সুস্থতার জন্য

৩. 'আম-আঁটির ভেঁপু' গল্পে ফুটে উঠেছে ্ত

ক. প্রকৃতির বৈচিত্র্য

খ. সামাজিক জীবন

গ. মুক্ত জীবনের প্রতি আসক্তি

ঘ. প্রকৃতির সাথে জীবনের মিল

উত্তর :ঘ. প্রকৃতির সাথে জীবনের মিল

উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:

"তুমি আঘাত করলেও আমি বলি তোমায় বন্ধু ভাই-

তোমার সুখ কেমনে হবে সে পথ খুঁজি সর্বদাই।"

৪. অনুচ্ছেদের চরণদ্বয়ের ভাবার্থ কোন রচনার বিষয়বস্তুকে নির্দেশ করে?

ক. নিমগাছ খ. মানুষ মুহম্মদ (সা.)

গ. মমতাদি ঘ. নিয়তি

উত্তর :খ. মানুষ মুহম্মদ (সা.)

৫. উক্ত রচনার বিষয়বস্তুতে প্রকাশ পেয়েছে ্ত

র. মহানুভবতা

রর. পরোপকারিতা

ররর. ক্ষমতাশীলতা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

৬. নিমপাতা কোন রোগের মহৌষধ?

ক. চর্মের খ. দাঁতের

গ. পেটের ঘ. যকৃতের

উত্তর :ক. চর্মের

৭. একঝাঁক কী নেমে এসেছিল নীল আকাশ থেকে?

ক. জিন খ. পরী

গ. নক্ষত্র ঘ. তারা

উত্তর :গ. নক্ষত্র

৮. হাঁটার আনন্দকে লেখক কীসের সঙ্গে তুলনা করেছেন?

ক. বাকস্বাধীনতার খ. মুক্তির

গ. মনুষ্যত্বের ঘ. শিক্ষার

উত্তর :খ. মুক্তির

৯. কোনটি আফগানিদের একটা সংস্কার?

ক. আপ্যায়ন খ. বিনয়

গ. গুরুভক্তি ঘ. অতিথি সেবা

উত্তর :গ. গুরুভক্তি

১০. মমতাদির ঘরে বিশৃঙ্খলতার অন্ত নেই কেন?

ক. আলো-বাতাসের দীনতা

খ. সযত্নে গুছিয়ে না রাখা

গ. শ্রীহীনতা ঘ. সংকীর্ণতা

উত্তর : গ. শ্রীহীনতা

১১. গোয়েবলস-এর সময়কাল কত?

ক. ১৮৭০-১৯২১ খ. ১৮৯৭-১৯৪৫

গ. ১৮৫০-১৯১০ ঘ. ১৮৯১-১৯৬৫

উত্তর : খ. ১৮৯৭-১৯৪৫

১২. সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি?

ক. সৃজনশীলতা খ. সৌন্দর্য সৃষ্টি

গ. আনন্দ দান ঘ. নান্দনিকতা

উত্তর :ক. সৃজনশীলতা

১৩. 'বঙ্গবাণী' কবিতায় কবি 'হিন্দুর অক্ষর' বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন?

ক. বাংলা খ. আরবি

গ. ফারসি ঘ. হিন্দি

উত্তর : ক. বাংলা

উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :

অবসাদে ঘুম নেমে এলে

আবার দেখেছি সেই ঝিকিমিকি শবরী তিতাস

কী গভীর জলধারা ছড়াল হৃদয়ে আমার।

১৪. উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?

ক. নদীর প্রতি অনুরাগ খ. স্মৃতিকাতরতা

গ. স্বদেশপ্রেম ঘ. নদীর প্রতি মিনতি

উত্তর :ক. নদীর প্রতি অনুরাগ

১৫. ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে তা হলো-

র. সতত তোমার কথা ভাবী এ বিরলে

রর. জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে

ররর. বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

১৬. 'ওহে জীব কর আকিঞ্চন'- বাক্যে আকিঞ্চন শব্দের অর্থ কী?

ক. উন্নতি খ. ক্রন্দন

গ. আকাঙ্ক্ষা ঘ. আকৃতি

উত্তর :গ. আকাঙ্ক্ষা

১৭. 'বীর্যবান' শব্দটি 'জীবন-সঙ্গীত' কবিতায় ব্যবহৃত হয়েছে ্ত

র. পরাক্রম অর্থে

রর. পরাক্রমশালী অর্থে

ররর. শক্তিশালী অর্থে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

১৮. 'মানুষ' কবিতায় পথিকের কণ্ঠ ক্ষীণ ছিল কেন?

ক. তৃষ্ণায় খ. ভয়ে

গ. রোগে ঘ. ক্ষুধায়

উত্তর : ঘ. ক্ষুধায়

১৯. 'পলস্নীজননী' কবিতায় মায়ের আদরের সম্বোধন হলো্ত

র. বাছারে রর. জাদু ররর. মুখপোড়া

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

২০. কবি সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?

ক. ১৩৩৩ বঙ্গাব্দ খ. ১৩৩৪ বঙ্গাব্দ

গ. ১৩৩৫ বঙ্গাব্দ ঘ. ১৩৩৬ বঙ্গাব্দ

উত্তর :ক. ১৩৩৩ বঙ্গাব্দ

২১. তেজি তরুণ কে?

ক. কেষ্টদাস খ. থুথুড়ে বুড়ো

গ. দামামা বাজানো যুবক

ঘ. বনে-জঙ্গলে ঘুরে বেড়ানো যুবক

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে