সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

শিক্ষামন্ত্রীর সঙ্গে ববি উপাচার্যের সাক্ষাৎ

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
শিক্ষামন্ত্রীর সঙ্গে ববি উপাচার্যের সাক্ষাৎ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বাংলাদেশ সরকারের নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার ঢাকায় মন্ত্রীর বাসভবনে উপাচার্য ও শিক্ষামন্ত্রীর মধ্যে কুশল বিনিময় হয়। এ সময় উপাচার্য শিক্ষামন্ত্রীকে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থায় দক্ষ ও স্মার্ট জনগোষ্ঠীর বিকল্প নেই। শিক্ষামন্ত্রীর যুগোপযোগী পদক্ষেপের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল) পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এবার পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে