মিঠাপুকুরে রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, হেরোইন,দেশীয় অস্ত্রসহ মাদক সম্রাগি এক নারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
এ অভিযানে নেতৃত্ব দেন ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড 'এর ৩৪ ইষ্ট বেঙ্গল পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা-আরিয বিন বাশার।
শনিবার রাতে অভিযান চালিয়ে মনোয়ারা বেগম নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মনোয়ারা বেগম উপজেলার বালারহাট ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামের মৃত-গোপালের স্ত্রী।
পীরগন্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা-আরিয বিন বাশার সংবাদ মাধ্যম পাঠানো এক বিবৃতিতে জানান,উপজেলার বালার হাট ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামের মাদক সম্রাজ্ঞী মনোয়ারা বেওয়া দীর্ঘদিন ধরে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন স্থানে খুচরা এবং পাইকারি মাদক সরবরাহ করতেন। তাঁকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করলেও তাঁকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিলো না।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে যৌথবাহিনীর একটি চৌকস টিম তাঁকে আটক করতে সক্ষম হয়। প্রায় ৭ ঘন্টার অভিযানে তাঁকে ১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২০ গ্রাম হেরোইন, একটি দেশীয় অস্ত্রসহ আটক করে মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয়েছে।
পীরগন্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা-আরিয বিন বাশার বলেন, মাদক,সন্ত্রাস,গুম-খুন সহ অপরাধ দমনে যৌথবাহিনীর নিয়মিত অভিযান চলমান থাকবে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক, মনোয়ারা বেগমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
যাযাদি/আর