বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
  ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৩৯. বর্ণ, চিত্র, শব্দ আমাদের সামনে আবির্ভূত হয়-

র. তাদের বিভিন্ন রূপ নিয়ে

রর. কখনো আলাদাভাবে

ররর. কখনো একসাথে

নিচের কোনটি সঠিক?

ক.র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

৪০. মাল্টিমিডিয়ার উদাহরণ হলো-

র. টেলিভিশন

রর. ভিডিও গেমস

ররর. কাগজের প্রকাশনা

নিচের কোনটি সঠিক?

ক.র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

৪১. সামিরাকে ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়ার কয়েকটি উদাহরণ দিতে হবে। এক্ষেত্রে সে উলেস্নখ করতে পারে-

র. ওয়েব পেজ রর. ভিডিও গেমস

ররর. শিক্ষামূলক সফটওয়্যার

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

৪২. মাল্টিমিডিয়া ডিজিটাল যন্ত্রের সহায়তায়-

র. ধারণ করা যায়

রর. প্রসেসিং করা যায়

ররর. পরিচালনা করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

৪৩. মাল্টিমিডিয়া সরাসরি-

র. মঞ্চে প্রদর্শিত হতে পারে

রর. অন্যরূপে সম্প্রচারিত হতে পারে

ররর. ব্যবহারকারীর সাথে যোগাযোগ করতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

৪৪. বিভিন্ন মাধ্যমের পরস্পর সংলগ্ন হওয়ার ব্যাপারটি ঘটতে থাকে-

র. চলচ্চিত্রে বর্ণ যুক্ত হওয়ায়

রর. চলচ্চিত্রে শব্দ যুক্ত হওয়ায়

ররর. চলচ্চিত্রে চলমানতা যুক্ত হওয়ায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও :

রাব্বি ড্রয়িংরুমে বসে টিভিতে কার্টুন দেখছিল। হঠাৎ তার বাবা পত্রিকা হাতে নিয়ে সেখানে আসে এবং টিভি বন্ধ করে রাব্বিকে পড়তে বসতে বলে।

৪৫. রাব্বির বিনোদন মাধ্যমটিকে কী বলা যায়?

ক. প্রিন্ট মিডিয়া খ. মাল্টিমিডিয়া

গ. উইজার মিডিয়া ঘ. ইন্টারঅ্যাকটিভ মিডিয়া

উত্তর : খ. মাল্টিমিডিয়া

৪৬. উক্ত মিডিয়াটি গঠিত হয়েছে-

র. বর্ণের সমন্বয়ে

রর. শব্দের সমন্বয়ে

ররর. চিত্রের সমন্বয়ে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও :

আজ রিয়ানের স্কুল বন্ধ। সে ঘুম থেকে ওঠে নাশতা খেয়ে হোম ওয়ার্ক করে এখন ভিডিও গেমস খেলছে। খেলায় বিভিন্ন কমান্ড দিতে সে চার বাটনের একটি কীপ্যাড ব্যবহার করছে।

৪৭. রিয়ানের বিনোদন মাধ্যমটি কোন প্রকার মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত?

ক. ওয়ানসাইডেড খ. আউটারঅ্যাকটিভ

গ. ন্যানোটেকনোলজি ঘ. ইন্টারঅ্যাকটিভ

উত্তর :ঘ. ইন্টারঅ্যাকটিভ

৪৮. উক্ত মাল্টিমিডিয়ার ক্ষেত্রে-

র. পছন্দমতো ইনপুট দেয়া যায়

রর. আউটপুটে ছবি, শব্দ, ভিডিও যে কোনোটি পাওয়া যায়

ররর. আরেকটি উদাহরণ হলো শিক্ষামূলক সফটওয়্যার

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

৪৯. সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কোনটি?

ক. কম্পিউটার খ. সিডিপেস্নয়ার

গ. লেজার সেন্সর ঘ. থ্রিডিটিভি

উত্তর:ক. কম্পিউটার

৫০. নিচের কোনটি গণনা যন্ত্র বা হিসাবনিকাশ করার যন্ত্র হিসেবেই সমধিক পরিচিত হয়ে আসছে?

ক. ক্যালকুলেটর খ. কম্পিউটার

গ. প্রিন্টার ঘ. টাইপরাইটার

উত্তর:খ. কম্পিউটার

৫১. বর্তমানে কোন ক্ষেত্রে কম্পিউটার যন্ত্রটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে?

ক. হিসাব নিকাশে খ. তথ্য পারাপারে

গ. লেখালেখির কাজে ঘ. তথ্য সংরক্ষণে

উত্তর :গ. লেখালেখির কাজে

৫২. আরিফাকে প্রতিদিন বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করতে হয়। এক্ষেত্রে তার জন্য কোন যন্ত্রাটি ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক?

ক. ফ্যাক্স মেশিন খ. টাইপ রাইটার

গ. কম্পিউটার ঘ. মোবাইল ফোন

উত্তর : গ. কম্পিউটার

৫৩. বিভিন্ন কাজ করার জন্য শুরুতে কম্পিউটারে কয়টি মিডিয়া ব্যবহার করতে হতো?

ক. এক খ. দুই

গ. তিন ঘ. চার

উত্তর :ক. এক

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে