বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
সানিয়া নেওয়াল

প্রশ্ন :মোহালি স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত?

উত্তর :পাঞ্জাব।

প্রশ্ন :প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর :আত্মারাম পান্ডু রঙ্গ।

প্রশ্ন : নিব লিক শব্দটির কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে?

উত্তর :গল্ফ।

প্রশ্ন : সংবিধানের কোন ধারায় ভোট দানের অধিকার রয়েছে?

উত্তর : ৩২৬ ধারা।

প্রশ্ন : স্বত্ববিলোপ নীতি কে প্রত্যাবর্তন করেন?

উত্তর : লর্ড ডালহৌসি।

প্রশ্ন :মায়ানমারের মুদ্রার নাম কি?

উত্তর : কিয়াত।

প্রশ্ন :সানিয়া নেওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তর :ব্যাডমিন্টন।

প্রশ্ন :লেবুতে কোন অ্যাসিড থাকে?

উত্তর :সাইট্রিক অ্যাসিড।

প্রশ্ন :বোলতা ও পিপড়ে কামড়ালে উহারা মানুষের দেহে কোন অ্যাসিড প্রবেশ করায়?

উত্তর : ফরমিক অ্যাসিড।

প্রশ্ন :সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা?

উত্তর :নাগরিক সভ্যতা।

প্রশ্ন :সূর্যের আলোক রশ্মিতে কি কণা থাকে?

উত্তর :ফোটন।

প্রশ্ন : লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর :টেমস।

প্রশ্ন :পেয়ারা ফলের ত্বকে কোন কোষ থাকে?

উত্তর :স্কেলেরাইড।

প্রশ্ন :একটি কঠিন যোগকলার উদাহরণ কি?

উত্তর :অস্থি।

প্রশ্ন :মেঘে ঢাকা তারা ছবিটি কে পরিচালনা করেন?

উত্তর :ঋত্বিক ঘটক।

প্রশ্ন :বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি?

উত্তর :র্যাফ্রেসিয়া।

প্রশ্ন :পথের পাঁচালী 'চলচ্চিত্রটি কত খ্রিস্টাব্দে মুক্তি পায়?

উত্তর :১৯৫৫ খ্রি.।

প্রশ্ন : সালোকসংশ্লেষের আলোকদশা কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর :গ্রনা অংশে।

প্রশ্ন : ইউনাইটেড নেশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তর :১৯৪৫ খ্রি.।

প্রশ্ন : নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি?

উত্তর :ওয়েলিংট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে