রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

কপোতাক্ষ নদ

৯. 'সতত, হে নদ, তুমি পড় মোর মনে!' কবির কোন নদের কথা মনে পড়ে?

ক. ব্রহ্মপুত্র খ. করতোয়া

গ. মেঘনা ঘ. কপোতাক্ষ

উত্তর : ঘ. কপোতাক্ষ

১০. 'সতত তোমার কথা ভাবি এ বিরলে' কবি কার কথা বলেছেন?

ক. কপোতাক্ষ নদ খ. সাগরদাঁড়ি গ্রাম

গ. মাতৃভূমি ঘ. বঙ্গজ জন

উত্তর : ক. কপোতাক্ষ নদ

১১. 'কপোতাক্ষ নদ' কবিতায় ভুলের জন্য কবির অনুতাপ ফুটে উঠেছে কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?

ক. জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে

খ. বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে

গ. কিন্তু এ স্নেবহের তৃষ্ণা মিটে কার জলে

ঘ. আর কি হে হবে দেখা?

উত্তর : ক. জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে

১২. 'ভ্রান্তির ছলনে' অর্থ কী?

ক. ভুলের ছলনায় খ. আশার ছলনায়

গ. পাওয়ার ছলনায় ঘ. হারাবার ভয়

উত্তর : ক. ভুলের ছলনায়

১৩. 'যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া-মন্ত্রধ্বনি।' এই পঙ্‌ক্তির সাথে কবিমনের সঙ্গতিপূর্ণ ভাবটি হলো-

ক. দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে

খ. বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে

গ. তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে

ঘ. সতত, হে নদ, তুমি পড় মোর মনে

উত্তর : গ. তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে

১৪. 'কপোতাক্ষ নদ' কবিতার আলোকে কবি মাইকেল মধুসূদন দত্তের সেড়বহের তৃষ্ণা মিটে কিসের মাধ্যমে?

ক. মেঘনা নদীর জলে খ. কপোতাক্ষ নদের জলে

গ. পদ্মা নদীর জলে ঘ. যমুনা নদীর জলে

উত্তর : খ. কপোতাক্ষ নদের জলে

১৫. "আর কি হে হবে দেখা?" কবি কার সাথে দেখা হওয়ার বাসনা ব্যক্ত করেছেন?

ক. মাতৃভূমি খ. কপোতাক্ষ নদ

গ. বন্ধু-বান্ধব ঘ. পিতা-মাতা

উত্তর : খ. কপোতাক্ষ নদ

১৬. 'একান্ত নিরিবিলি' বোঝাতে 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি কোন শব্দটি ব্যবহার করেছেন?

ক. ছলনে খ. বিরলে

গ. যেমতি ঘ. সতত

উত্তর : খ. বিরলে

১৭. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি মায়ের দুধের সাথে তুলনা করেছেন-

ক. কপোতাক্ষের জলকে

খ. গঙ্গার জলকে

গ. কবির অশ্রম্নকে ঘ. স্বদেশের প্রেমরসকে

উত্তর : ক. কপোতাক্ষের জলকে

১৮. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি স্মৃতিকাতর হয়েছেন কেন?

ক. বাল্যজীবনের দুরন্তপনা মনে করে

খ. শৈশবের বর্ণিল দিনের কথা মনে করে

গ. কলকাতার বন্ধুদের কথা মনে করে

ঘ. নিজ গ্রামের কপোতাক্ষ নদের কথা মনে করে

উত্তর :ঘ. নিজ গ্রামের কপোতাক্ষ নদের কথা মনে করে

১৯. 'সনেট'-এর শুদ্ধ ইংরেজি বানান কোনটি?

ক. ঝড়হহবঃ খ. ঝঁহড়ঁঃ

গ. ঝড়হবঃ ঘ . ঝড়হঁঃ

উত্তর : ক. ঝড়হহবঃ

২০. 'ঝবংঃবঃ'-এর বাংলা রূপ হলো-

ক. অষ্টক খ. ষষ্টক

গ. অন্ত্যমিল ঘ. ত্রিপদীকা

উত্তর :খ. ষষ্টক

২১. 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রজা বলা হয়েছে কাকে?

ক. সমুদ্রকে খ. কপোতাক্ষ নদকে

গ. বঙ্গজ জনকে ঘ. বিশ্ববাসীকে

উত্তর : খ. কপোতাক্ষ নদকে

২২. কপোতাক্ষ নদ প্রজা হিসেবে রাজারূপে কাকে কর দেয়? অথবা, 'কপোতাক্ষ নদ' কবিতায় কাকে 'রাজ' রূপে কল্পনা করা হয়েছে?

ক. কবিকে খ. কবির জন্মভূমিকে

গ. সাগরকে ঘ. গ্রামীণ প্রকৃতিকে

উত্তর :গ. সাগরকে

২৩. সনেটের বৈশিষ্ট্য কী?

ক. আট চরণ, চৌদ্দ মাত্রা খ. চৌদ্দ চরণ, চৌদ্দ মাত্রা

গ. আট চরণ, আট মাত্রা ঘ. ছয় চরণ, ছয় মাত্রা

উত্তর : খ. চৌদ্দ চরণ, চৌদ্দ মাত্রা

২৪. 'কপোতাক্ষ নদ' কোন জাতীয় কবিতা?

ক. সনেট খ. গীতিকবিতা

গ. পয়ার ঘ. লিমেরিক

উত্তর :ক. সনেট

২৫. 'কপোতাক্ষ নদ' কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক. বীরাঙ্গনা খ. ব্রজাঙ্গনা

গ. চতুর্দশপদী কবিতাবলি ঘ. মেঘনাদবধ কাব্য

উত্তর :গ. চতুর্দশপদী কবিতাবলি

২৬. কোন কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার দেশপ্রেম প্রকাশিত হয়েছে?

ক. তিতাস খ. কপোতাক্ষ নদ

গ. বাংলা আমার ঘ. স্বাধীনতা তুমি

উত্তর :খ. কপোতাক্ষ নদ

২৭. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির কী পরিচয় পাওয়া যায়?

ক. নদীপ্রেমের

খ. নিসর্গপ্রীতির

গ. প্রকৃতির প্রতি মমত্ববোধের

ঘ. স্মৃতিকাতরতা

উত্তর :ঘ. স্মৃতিকাতরতা

২৮. কোথায় বসবাসকালে কবির মনে জন্মভূমির বেদনাবিধুর স্মৃতি জেগে ওঠে?

ক. কলকাতায় খ. যুক্তরাজ্যে

গ. ফ্রান্সে ঘ. মাদ্রাজে

উত্তর :গ. ফ্রান্সে

২৯। 'কপোতাক্ষ নদ' সনেটের অষ্টকের ছন্দমিল কোনটি?

ক. ক খ ক খ ক খ খ ক

খ. ক খ খ গ ক খ খ গ

গ. ক খ খ ক ক খ ক খ

ঘ. ক খ ক খ ক খ খ গ

উত্তর : ক. ক খ ক খ ক খ খ ক

৩০। 'বারি-রূপ কর তুমি' এখানে 'কর' অর্থ কী?

ক. হাত খ. অংশ

গ. রাজস্ব ঘ. ক্রিয়াপদ

উত্তর :গ. রাজস্ব

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও :

জ্যোতিষের জন্ম গ্রামে। শহরে অবস্থানের প্রেক্ষিতে কখনো গ্রামে গেলে সব স্মৃতি একে একে ভেসে ওঠে মনের পর্দায়। সবচেয়ে বেশি মনে পড়ে শৈশবের অসংখ্য স্মৃতিবিজড়িত হালদা নদীটির কথা।

৩১। উদ্দীপকের সাথে তোমার পাঠ্যসূচির কোন কবিতার সাদৃশ্য লক্ষ করা যায়?

ক. তিতাস খ. বাংলা আমার

গ. কপোতাক্ষ নদ ঘ. সাত সাগরের মাঝি

উত্তর : গ. কপোতাক্ষ নদ

৩২। পাঠ্যসূচির কবিতাটিতে এবং উদ্দীপকে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো-

র. ভ্রান্ত আবেগ

রর. স্মৃতিকাতরতা

ররর. দেশপ্রেম

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : গ. রর ও ররর

৩৩। কপোতাক্ষের কুলকুল ধ্বনি কবি চিত্তে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে?

ক. সংশয় খ. বিরক্তি

গ. পুলক ঘ. বেদনা

উত্তর :গ. পুলক

৩৪। 'নিরিবিলি' বোঝাতে কবি 'কপোতাক্ষ নদ' কবিতায় কোন শব্দটি ব্যবহার করেছেন?

ক. মন্ত্রধ্বনি খ. বিরলে

গ. ছলনে ঘ. সখা-রীতে

উত্তর :খ. বিরলে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে