বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ১৭ মার্চ ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রশ্ন : খাসিদের ভাষার নাম কী? এই ভাষায় বই লেখা হয়নি কেন? খাসিদের সমাজব্যবস্থা সম্পর্কে চারটি বাক্য লেখ।

উত্তর : খাসিদের ভাষার নাম মনখেমে। লিখিত কোনো বর্ণমালা নেই বলে এ ভাষায় বই লেখা হয়নি। খাসিদের সমাজব্যবস্থা সম্পর্কে চারটি বাক্য হলো-

১. খাসি সমাজ মাতৃতান্ত্রিক।

২. তারা প্রচুর পান ও মধুর চাষ করেন।

৩. পারিবারিক সম্পত্তির বেশিরভাগের উত্তরাধিকার হয় পরিবারের ছোট মেয়ে।

৪. খাসিরা সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।

প্রশ্ন : ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম কী? তারা এ উৎসব পালন করে কেন? ত্রিপুরাদের উৎসব সম্পর্কে চারটি বাক্য লেখ।

উত্তর : ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম বিজু। তারা নতুন বছরকে বরণ করার জন্য এ উৎসব পালন করে। ত্রিপুরাদের উৎসব সম্পর্কে চারটি বাক্য হলো-

১. ত্রিপুরা সমাজে জন্ম, মৃতু্য ও বিয়ে উপলক্ষে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয়।

২. বিজু উৎসব পালিত হয় তিন দিন ধরে।

৩. এ সময় ত্রিপুরা নারীরা মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজেন।

৪. উৎসবের আনন্দে তারা গ্রামে গ্রামে ঘুরে বেড়ান ও আনন্দ করেন।

বাংলাদেশ ও বিশ্ব

প্রশ্ন : জাতিসংঘ কখন গঠিত হয়েছিল? কেন গঠিত হয়েছিল? জাতিসংঘ গঠনের চারটি উদ্দেশ্য লেখ।

উত্তর : ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়েছিল। বিশ্বের দেশগুলোর মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করেই জাতিসংঘ গঠিত হয়েছিল। জাতিসংঘ গঠনের চারটি উদ্দেশ্য হলো-

১. বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা।

২. বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা।

৩. জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা।

৪. বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিভেদ মীমাংসা করা।

প্রশ্ন : ইউনিসেফ কী? ইউনিসেফ কেন গঠন করা হয়েছিল? ইউনিসেফের চারটি কাজ লেখ।

উত্তর : ইউনিসেফ জাতিসংঘের এমন একটি উন্নয়নমূলক সংস্থা যারা বিশ্বের শিশুদের কল্যাণে কাজ করে। শিশুদের উন্নয়ন ও অধিকার রক্ষায় ইউনিসেফ গঠন করা হয়। ইউনিসেফের চারটি কাজ হলো-

১. শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা।

২. মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা করা।

৩. শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা প্রদান।

৪. গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ করা।

প্রশ্ন : সার্ক কী? সার্ক গঠিত হয়েছিল কেন? সার্কের চারটি উদ্দেশ্য লেখ।

উত্তর : সার্ক হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সংক্ষিপ্ত নাম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য সার্ক গঠিত হয়েছিল। সার্কের চারটি উদ্দেশ্য হলো-

১. দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে চলা।

২. সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থার উন্নয়নে কাজ করা।

৩. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা।

৪. সদস্য দেশগুলোকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা।

বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

১. বান্দরবান শহরের কাছে চিম্বুক পাহাড়ে গেলে তুমি কোন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ দেখতে পাবে?

ক. ওঁরাও খ. রাজবংশী

গ. মালপাহাড়ি ঘ. ম্রো

উত্তর: ঘ. ম্রো

২. অতীতে সিলেট অঞ্চলে জয়ন্তা ও জৈন্তিয়া নামে একটি রাজ্য ছিল। উক্ত রাজ্যে আগে কোন ক্ষুদ্র জাতিসত্তা বাস করত বলে ধারণা করা হয়?

ক. খাসি খ. ম্রো

গ. গারো ঘ. রাখাইন

উত্তর: ক. খাসি

৩. কে মুরং বিয়ে করে তাদের সমাজব্যবস্থা অনুযায়ী স্ত্রীর সাথে শ্বশুর বাড়িতে থাকেন। কে মুরং কোন ক্ষুদ্র জাতিসত্তার অন্তর্গত?

ক. চাকমা খ. ম্রো

গ. ফরম ঘ. গারো

উত্তর: ঘ. গারো

৪. নারীরা মাথায় ফুল দিয়ে সেজে আনন্দ উৎসবে মেতে ওঠে। এতে কোন উৎসবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?

ক. ফাগুয়া খ. সাংগ্রেন

গ. বিশু ঘ. ওয়াংগালা

উত্তর: গ. বিশু

৫. রিঝুর পরীক্ষার জন্য সে 'বিশু' উৎসবে তেমন বেশি সময় কাটাতে পারেনি। রিঝু কোন উপাজাতির অন্তর্ভুক্ত?

ক. গারো খ. ভালোবাসা

গ. শ্রদ্ধা ঘ. ত্রিপুরা

উত্তর: ঘ. ত্রিপুরা

৬. বিজু এমন একটি রাজ্যের নাম জানে যেখানে অতীতে খাসিরা বাস করত। রাজ্যটি হচ্ছে--

ক. জয়ন্তা খ. অজন্তা

গ. অবেং ঘ. মারুং

উত্তর: ঘ. মারুং

৭. তোমরা একের অন্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে কী জানাবে?

ক. সম্মান খ. ভালোবাসা

গ. শ্রদ্ধা ঘ. হিংসা

উত্তর: গ. শ্রদ্ধা

৮. গারো সমাজ মাতৃতান্ত্রিক। কোন সমাজের প্রভাবে তাদের আচরণ ও অনুশীলন পরিবর্তিত হচ্ছে?

ক. খাসি খ. বাঙালি

গ. চাকমা ঘ. মালপাহাড়ি

উত্তর: খ. বাঙালি

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে