বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ১৭ মার্চ ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

৮. ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়

পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি

কবিতা তোমায় আজকে দিলাম ছুটি।

উদ্দীপকটির মিল পাওয়া যায় নিচের কোন পঙ্‌ক্তির সাথে?

ক. করো না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন

খ. কত কথা আজ মনে পড়ে তার, গরিবের ঘর তার

গ. ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া

ঘ. অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘোরে

উত্তর : গ. ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া

৯. রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে- এখানে রাত শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. দুঃখের প্রহর

খ. আঁধার

গ. রাত্রি

ঘ. অস্পষ্টতা

উত্তর : ক. দুঃখের প্রহর

১০. 'রানার কবিতার রানার কাকে সবচেয়ে বেশি ভয় পায়?

ক. দসু্যকে

খ. সূর্য ওঠাকে

গ. নির্জন রাতকে

ঘ. ক্ষুধার ক্লান্তিকে

উত্তর : খ. সূর্য ওঠাকে

১১. রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে- বাক্যে 'রানার' কবিতায় কীসের প্রত্যাশা করা হয়েছে?

ক. শোষণ-বঞ্চনার অবসান

খ. গন্তব্যে পৌঁছার প্রত্যাশা

গ. ঝুঁকিপূর্ণ কর্মের অবসান

ঘ. শঙ্কা হতে মুক্তি

উত্তর : ক. শোষণ-বঞ্চনার অবসান

১২. জীবনের সব রাত্রিকে বিত্তশালীরা কেমন দামে কিনেছে?

ক. সস্তা খ. অল্প

গ. চড়া ঘ. বিনা

উত্তর : গ. চড়া

১৩. সুকান্ত ভট্টাচার্য তার কবিতায়, কাদের প্রতি গভীর মমতা প্রকাশ করেছেন?

ক. নিপীড়িত গণমানুষের খ. ক্ষুধায় ক্লান্তদের

গ. ডাক হরকরাদের ঘ. শ্রমজীবী মানুষের

উত্তর : ক. নিপীড়িত গণমানুষের

১৪. 'পূর্বাভাস' কার লেখা?

ক. কাজী নজরুল ইসলাম খ. সুকান্ত ভট্টাচার্য

গ. আবদুল হাকিম ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তর : খ. সুকান্ত ভট্টাচার্য

১৫. 'জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে'- এখানে কী ব্যক্ত হয়েছে?

ক. দারিদ্র্য খ. যন্ত্রণা

গ. বৈষম্য ঘ. নিষ্ঠুরতা

উত্তর : গ. বৈষম্য

১৬. তার জীবনের স্বপ্নের মতো পিছে চলে যায় বন- এ কথা দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন?

ক. স্বপ্ন অপূর্ণ থেকে যায়

খ. পথ ফুরিয়ে আসে

গ. রাত ভোর হয়ে আসে

ঘ. সময় ফুরিয়ে যায়

উত্তর : ক. স্বপ্ন অপূর্ণ থেকে যায়

১৭. 'রানার' কবিতায় ক্লান্ত শ্বাস কী খুঁয়েছে?

ক. আকাশ

খ. পাহাড়

গ. কবির হৃদয়

ঘ. রানারের জীবন

উত্তর : ঘ. রানারের জীবন

১৮. রানারের দুঃখের কথা কীসে ঢাকা পড়ে থাকবে?

ক. পাঁচ পাতায়

খ. চোখের জলে

গ. কালো রাত্রির খামে

ঘ. পথের ভাঁজে

উত্তর : গ. কালো রাত্রির খামে

১৯. কোনটি সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ নয়?

ক. হরতাল খ. ঘুম নেই

গ. এই পথ এই কোলাহল ঘ. অভিযান

উত্তর: গ. এই পথ এই কোলাহল

২০. 'নতুন খবর' বলতে কবি কী বুঝিয়েছেন?

ক. নতুন জীবন খ. নতুন আশা

গ. শুভদিন ঘ. নয়া ফরমান

উত্তর : গ. শুভদিন

২১. কবি সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?

ক. ১৩৩৩ খ. ১৩৩৪

গ. ১৩৩৫ ঘ. ১৩৩৬

উত্তর : ক. ১৩৩৩

২২. সুকান্ত ভট্টাচার্য ১৩৩৩ বঙ্গাব্দের কোন তারিখে জন্মগ্রহণ করেন?

ক. ৩০ আষাঢ় খ. ৩০ শ্রাবণ

গ. ৩১ আষাঢ় ঘ. ৩২ শ্রাবণ

উত্তর : খ. ৩০ শ্রাবণ

২৩. সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেন?

ক. ঢাকা লক্ষ্ণীবাজারে

খ. যশোরের শ্যামবাজারে

গ. নদীয়ার কৃষ্ণপুরে

ঘ. কলকাতার কালীঘাটে

উত্তর : ঘ. কলকাতার কালীঘাটে

২৪. কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?

ক. কুমিলস্নার মনোহরগঞ্জে

খ. ঢাকার বিক্রমপুরে

গ. গোপালগঞ্জের কোটালিপাড়ায়

ঘ. মাগুরার শত্রম্নজিৎপুরে

উত্তর : গ. গোপালগঞ্জের কোটালিপাড়ায়

২৫. সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম কী?

ক. নিবারণচন্দ্র আচার্য খ. নিবারণচন্দ্র ভট্টাচার্য

গ. বিজনচন্দ্র পুরকায়স্থ ঘ. সুকুমার ভট্টাচার্য

উত্তর : খ. নিবারণচন্দ্র ভট্টাচার্য

২৬. সুকান্ত ভট্টাচার্যের মায়ের নাম কী?

ক. কুসুম কুমারী দেবী খ. স্বর্ণময়ী দেবী

গ. সুনীতি দেবী ঘ. সুনীতিবালা

উত্তর : গ. সুনীতি দেবী

২৭. কোন যুদ্ধে বিশ্বব্যাপী ধ্বংস ও মৃতু্যর তান্ডবলীলা চলে?

ক. ক্রিমিয়ার যুদ্ধে খ. প্রথম মহাযুদ্ধে

গ. দ্বিতীয় মহাযুদ্ধে ঘ. ইরাক-ইরান যুদ্ধে

উত্তর : গ. দ্বিতীয় মহাযুদ্ধে

২৮. বিশ্বব্যাপী ধ্বংস ও মৃতু্যর তান্ডবলীলা কাকে প্রবলভাবে আলোড়িত করে?

ক. শিশু সুকান্তকে

খ. কিশোর সুকান্তকে

গ. যুবক সুকান্তকে

ঘ. পরিণত সুকান্তকে

উত্তর : খ. কিশোর সুকান্তকে

২৯. 'তান্ডবলীলা' বলতে কী বোঝানো হয়েছে?

ক. মুনি উদ্ভাবিত নৃত্য

খ. উদ্দাম নৃত্য

গ. ভয়ঙ্কর বা প্রলয়ঙ্কর ধ্বংস কার্য

ঘ. যুদ্ধ যুদ্ধ খেলা

উত্তর : গ. ভয়ঙ্কর বা প্রলয়ঙ্কর ধ্বংস কার্য

হ পরবর্তী অংশ

আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে