বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পরিবারের সঙ্গে কাজী নজরুল ইসলাম

প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর :নির্ঝর।

প্রশ্ন :কাজী নজরুল ইসলাম সম্পাদিত তিনটি পত্রিকার নাম কী?

উত্তর : ধূমকেতু (১৯২২), লাঙ্গল (১৯২৫), দৈনিক নবযুগ (১৯৪১)।

প্রশ্ন : নজরুল ইসলামের 'পদ্মখরো' গল্পের নায়িকা কে?

উত্তর :জোহরা।

প্রশ্ন :কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর :লাঙ্গল পত্রিকায়।

প্রশ্ন:'সর্বহারা' কাব্যের লেখক কে?

উত্তর :কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন :কাজী নজরুল ইসলামের 'ছায়ানট' কি ধরনের গ্রন্থ?

উত্তর :কাব্যগ্রন্থ।

প্রশ্ন :'বাতায়ন পাশে গুবাক তরুর সারি' কবিতাটি কে রচনা করেন?

উত্তর :নজরুল ইসলাম।

প্রশ্ন : কাজী নজরুল ইসলামের ৩টি অনুবাদ গ্রন্থ এর নাম লিখ?

উত্তর : কাব্যে আমপারা, রুবাইয়াত-ই-হাফিজ, রুবাইয়াতই- ওমর খৈয়াম।

প্রশ্ন : চল্‌ চল্‌ চল্‌ সঙ্গীতকে কবে বাংলাদেশ পদাতিক বাহিনীর 'রণসঙ্গীত' হিসেবে গ্রহণ করা হয়?

উত্তর : ১৯৯৬ সালে।

প্রশ্ন : 'খেয়া পারের তরণী' কবিতার কবি কে?

উত্তর: নজরুল ইসলাম।

প্রশ্ন : কাজী নজরুল ইসলামকে কত সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়?

উত্তর : ১৯৭৪ সালে।

প্রশ্ন : 'বল বীর চির উন্নত মম শির' ু কার উক্তি?

উত্তর : কাজী নজরুল ইসলামের।

প্রশ্ন : 'ভোর হল দোর খোল খুকু মণি উঠো রে' - পঙক্তিটি কার লেখা?

উত্তর :নজরুল ইসলামের।

প্রশ্ন : 'বিশ্বকে দেখবো আমি আপন হাতের মুঠায় করে' পঙক্তিটি কার লেখা?

উত্তর :নজরুল ইসলামের।

প্রশ্ন: ' গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান।'- উক্তিটি কার?

উত্তর : কাজী নজরুলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে