শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বিডিইউতে ওরিয়েন্টেশন

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
বিডিইউতে ওরিয়েন্টেশন
বিডিইউতে ওরিয়েন্টেশন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (বিডিইউ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের 'ওরিয়েন্টেশন' অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে বিডিইউর একাডেমিক ভবনে ২ নভেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো: আশরাফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান প্রমুখ।

, আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাকিব হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: মশিউর রহমান, ডেটা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানজিম তাহারাত অর্পা, সাধারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুজন চন্দ্র সূত্রধর, ছাত্রী হলের প্রভোস্ট মুনিরা আকতার লতা, প্রক্টর ফারজানা আক্তার। এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিভাগের পরিচিতি এবং নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হয়। সবশেষে, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে