মুন্সীগঞ্জের একটি লঞ্চে নৌভ্রমণে বের হওয়া যাত্রীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনা ঘটেছে। হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জ লঞ্চঘাটে লঞ্চ এমভি ক্যাপ্টেনে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখো গেছে, নোঙর করা একটি লঞ্চে দুইজন মেয়েকে এক ব্যক্তি মারধর করছে। আশেপাশে থাকা লোক কোনো প্রতিবাদ না করে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অন্তত ৪০০ জন লঞ্চে ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, কিছু ছেলে-মেয়ে পিকনিক ও নৌভ্রমণের উদ্দেশে এমভি ক্যাপ্টেন নামে লঞ্চ ভাড়া করে। তারা লঞ্চের ছাদে গান-বাজনা ও নাচের আয়োজন করে। লঞ্চটি রাত সাড়ে ৭টায় মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে এসে থামে। এ সময় লঞ্চে থাকা ৮-১০ জন ছেলে-মেয়ে চা-নাস্তা খাওয়ার জন্য টার্মিনালে নামলে ঘাটের স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে ৫০-৬০ জন লোক লঞ্চে ওঠে পিকনিকের ছেলে-মেয়েদের ওপর হামলা চালায়। একপর্যায়ে লঞ্চে থাকা ছেলে-মেয়েদের হেনস্তা ও মারপিট করে। ভাঙচুর চালায় লঞ্চটিতে।
মুন্সীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, ঢাকার কামরাঙ্গীরচর মুসলিমবাদ তারা মসজিদ থেকে লঞ্চ নিয়ে ভ্রমণে বের হয়। এ সময় মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে পৌঁছেলে তারা সন্ধ্যার নাস্তা কেনার জন্য ৮ থেকে ১০ জন যাত্রী লঞ্চ থেকে পল্টুনে নামে। সেখানে থাকা স্থানীয়রা মাদকসেবী সন্দেহ করে।
এ সময় লঞ্চের ম্যানেজার মো. শফিক তাদের প্রবেশে বাধা দিলে উত্তেজিত লোকজন ভাঙচুর ও যাত্রীদের মারপিট করে জানিয়ে ওসি বলেন, মুন্সিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরবর্তীতে মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির সহযোগিতায় লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
যাযাদি/ এসএম