বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স

প্রশ্ন :একটি পোলো ম্যাচে প্রতিটি পক্ষে কতজন মানব খেলোয়াড় থাকে?

উত্তর :চারজন।

প্রশ্ন :পোল্যান্ডের মুদ্রা কি?

উত্তর : জলটি।

প্রশ্ন :আলজেরিয়ার রাজধানী শহরের নাম কী?

উত্তর :আলজিয়ার্স।

প্রশ্ন :পৃথিবীর সবচেয়ে বেশি সূর্যমুখী বীজ উৎপাদনকারী দেশ কোনটি?

উত্তর :রাশিয়া।

প্রশ্ন :বিশ্বের বৃহত্তম ক্রাস্টেসিয়ানের নাম কী?

উত্তর :জাপানি মাকড়সা কাঁকড়া।

প্রশ্ন : রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?

উত্তর : ৪টি।

প্রশ্ন : বাংলাদেশের সংবিধান দিবস কবে?

উত্তর : ৪ নভেম্বর।

প্রশ্ন : বাংলাদেশে এ পর্যন্ত জনশুমারি হয়েছে ্ত

উত্তর : ৬ বার

প্রশ্ন : ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠিত হয় ্ত

উত্তর : ১৯৯২ সালে।

প্রশ্ন : 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ্ত

উত্তর : নিউইয়র্কে।

প্রশ্ন : বাংলাদেশের একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনার মেয়াদ-

উত্তর : ১৯৭৮-৮০।

প্রশ্ন : ফরাসি বিপস্নব সংঘটিত হয় কত সালে?

উত্তর : ১৭৮৯।

প্রশ্ন : টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর : মণিপুর।

প্রশ্ন : শিল্প বিপস্নব কোন দেশে শুরু হয়?

উত্তর : ইংল্যান্ড।

প্রশ্ন : ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর : প্যারিস।

প্রশ্ন : 'সিন্দুরী' বাংলাদেশের কৃষিক্ষেত্রে কীসের নাম?

উত্তর : আম।

প্রশ্ন :সুন্দরবনের প্রধান বৃক্ষ কী কী?

উত্তর : সুন্দরী ও গরান।

প্রশ্ন : ভিটামিন 'বি'-এর অভাবে-

উত্তর : বেরি বেরি রোগ হয়।

প্রশ্ন : রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাস (খচএ)-এর প্রধান উপাদান হলো ্ত

উত্তর : বিউটেন।

প্রশ্ন : 'বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন' একটি ্ত

উত্তর : সরকারি সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে